Header Ads

ফের উত্তপ্ত মঙ্গলকোট, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ!

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে বড় রকমের ধাক্কা খেয়েছে তৃণমূল। আর এর পর থেকে রাজ্যে কখনও কাটমানি, কখনও এলাকা দখল, কখনও আবার দলীয় স্লোগানের জের উত্তপ্ত হয়েছে। যদিও এবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মঙ্গলকোট। শুক্রবার রাতের অন্ধকারে দফায় দফায় বোমাবাজি চলল এলাকায়। এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের শাকোনা ও নোয়াপাড়া নামক এই দুটি গ্রামে।
 এই অশান্তির খবর পেয়ে এদিন ঘটনাস্থলে আসে মঙ্গলকোট থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি ছোড়ে পুলিশ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই এই হামলা চালিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় প্রচুর পুলিশবাহিনী মোতায়েন রয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.