Header Ads

প্রতীক্ষার অবসান প্রকাশ্যে এল ভারতীয় দলের নতুন জার্সি।

নজরবন্দি ব্যুরোঃ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার প্রকাশ্যে এল ভারতীয় দলের নতুন জার্সি। যে জার্সির রং নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই রং চড়েছে। মহম্মদ শামি থেকে যুজবেন্দ্র চাহাল, প্রত্যেকেই নয়া জার্সি গায়ে চাপিয়ে ফটোশুটও করে ফেলেছেন।ফুটবলের মতো ক্রিকেটেও এবার হোম-অ্যাওয়ে নিয়ম মেনে নতুন জার্সি পরতে চলেছেন বিরাট কোহলিরা। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁরা পরবেন কমলা রঙের জার্সি।
নতুন জার্সিতেও ভাগ্য বিরাটদের সঙ্গ দেবে বলে আশা ভারতীয় থিঙ্কট্যাঙ্কের। ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত রেকর্ড ধরে রাখতে পারবেন তারা? শুক্রবারই বিসিসিআই-এর অফিসিয়াল স্পনসর নাইকি বিশ্বকাপে বিরাটদের অ্যাওয়ে জার্সি উন্মোচন করে। নতুন জার্সিতে রবিবার এজবাস্টনে টিম ইন্ডিয়া চিরাচরিত ‘মেন ইন ব্লু’ বদলে হয়ে উঠবে ‘মেন ইন ওরেঞ্জ’। বিরাটদের অ্যাওয়ে জার্সির সামনের দিকে ব্লু রঙের আধিক্য থাকলেও পিঠের দিক ও হাত পুরোটাই ওরেঞ্জ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.