Header Ads

PTTI দের নিয়োগ ও PRT স্কেলের দাবিতে আমরণ অনশনের পথে শিক্ষকরা!

নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ, উপযুক্ত বেতন এবং তাঁর সঙ্গে নিয়োগ নিয়ে অস্বচ্ছতার একাধিক অভিযোগ আছে। এই সব দাবি জানিয়ে বহুবার আন্দোলনে নামতে দেখা গিয়েছে রাজ্যের শিক্ষকদের। কিন্তু তাতে গুরুত্ব দেয়নি রাজ্য সরকার। পরিস্থিতি বদলেছে।
এবারের লোকসভা নির্বাচনে হারের মুখ দেখেছেন তৃণমূলের একাধিক হেভি-ওয়েট নেতা। রাজ্যে বড় ফুলের দাপট নির্বাচনী ফলেই স্পষ্ট হয়ে উঠেছে। আর এর পর থেকে রাজ্যে একাধিক ইস্যুতে বিশেষ করে সরকারি কর্মচারীদের বেতন ও নিয়োগ নিয়ে প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছে শিক্ষক ও  পরীক্ষার্থীদের। তবে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আন্দোলনকারীদের সব দাবিই মানতে হবে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে। কারণ সামনেই আছে বিধানসভা নির্বাচন।
ওই নির্বাচনে বঙ্গে বিজেপি ঝড় আটকাতে হলে অবশ্যই নিয়োগের উপর যেমন যত্নবান হতে হবে, তেমনি রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে বেতন নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছে তা দূর করতে হবে, আর মুখ্যমন্ত্রী সেটা না করতে পারলে ২০২১ তৃণমূলের কাছে লড়াই খুব কঠিন হয়ে যাবে। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ-মহল।

মুখ্যমন্ত্রী একসময় প্রতিশ্রুতি দিয়েছিলেন PTTI দের ৩ বছরের মধ্যে ধাপেধাপে নিয়োগ করা হবে। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁর দেওয়া প্রতিশ্রুতি রাখেন নি। এর পাশাপাশি বেতন নিয়ে শিক্ষকদের মধ্যে আছে ক্ষোভ। PTTI দের নিয়োগের দাবি এবং দেশের অন্যান্য রাজ্যের শিক্ষকদের মতন সম পরিমাণ বেতনের দাবিতে ১৫ জুলাই থেকে অনশনে নামছেন শিক্ষকরা। এমনটাই জানালেন WEST BENGAL PRIMARY TRAINED TEACHERS ASSOCIATION -এর রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.