আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে এবার অভিনয় জগতে পা রাখলেন যুবি।
নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপ শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান যুবরাজ সিং। সাংবাদিক বৈঠকে খেলা ছাড়ার কথা ঘোষণা করতে গিয়ে তাঁকে কাঁদতেও দেখেন সকলে। সেই যুবরাজ সিং এবার ক্রিকেট ছাড়ার পর পা রাখলেন অভিনয় জগতে। একটি বিদেশি কমেডি সিরিজের অনুকরনে হিন্দিতে তৈরি হচ্ছে “দ্যা অফিস”।ওয়েব সিরিজ আকারে প্রকাশ পাবে ভারতে।হটস্টার স্পেশালে ১৩ এপিসোডের ওয়েব সিরিজ হিসাবে আসতে চলেছে এই সিরিয়ালের হিন্দি সংস্করণ।
সেই হিন্দি সংস্করণে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছেন যুবরাজ সিং। একদম নতুন অধ্যায়। অভিনয় জগত। তবে এখানে শ্যুটিং করতে গিয়ে খুব মজা করেছেন বলেই জানিয়েছেন যুবরাজ। একদম নতুন কাজ। ক্রিকেট বোঝেন কিন্তু অভিনয়ে এখানেই তাঁর কার্যত হাতেখড়ি। কিন্তু সেই নতুন কাজকে মজা করেই নিয়েছেন যুবি। আনন্দ পেয়েছেন কাজ করে।
Loading...
কোন মন্তব্য নেই