Header Ads

দলত্যাগী চার বিধায়কের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিল তৃণমূল!

নজরবন্দি ব্যুরো: আগেই বিজেপি নেতা মুকুল-পুত্রকে ছ-বছরের জন্য সাসপেন্ড করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার তাঁর বিরুদ্ধে বিধানসভার সদস্যপদ খারিজের আবেদনও জানান হবে।
শনিবার তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, দল সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভ্রাংশু রায়-সহ চার বিধায়ককে নিয়ে। চার বিধায়কের বিরুদ্ধেই কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেবে দল।

লোকসভা নির্বাচনে এই রাজ্যে পদ্ম ফোটার পরেই চার বিধায়ক তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে।
লোকসভা ভোটের পর তৃণমূলের ভাঙন শুরু মুকুল-পুত্র শুভ্রাংশুকে দিয়ে। তারপর একে একে লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম, নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং, বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। এই চার বিধায়কের দল ছাড়ার পরই কঠোর সিদ্ধান্ত নিল তৃণমূল। ইতিমধ্যে শুক্রবারই পরিষদীয় দলের চাঁদার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ওই ৪ বিধায়কের নাম। সংশ্লিষ্ট ব্যাঙ্কের চিঠি দিয়েই তাদের বেতন থেকে মাসিক চাঁদা না কাটার কথা বলা হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.