মুখ্যমন্ত্রীর 'কাটমানি' ফেরতের থিয়োরি প্রয়োগ হোক শিক্ষক নিয়োগের পরীক্ষাতে, আবেদন জানিয়ে মেল পরীক্ষার্থীদের।
নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বহু অভিযোগ আছে। নিয়োগ নিয়ে বার বার অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। স্বচ্ছ ভাবে নিয়োগের দাবিতে বহু বার আন্দোলনে নামতে দেখা গিয়েছে রাজ্যের হবু শিক্ষকদের। যদিও তার পরেও রাজ্য সরকার বা কমিশন স্বচ্ছ ভাবে নিয়োগে কোনও উদ্যোগ দেখায় নি। এবারের লোকসভা নির্বাচনে একাধিক কেন্দ্র হাতছাড়া হয়েছে শাসক তৃণমূলের।
রাজ্যে ফুটেছে বড় ফুল। যদিও নির্বাচনে এই ধাক্কা খাবার পরেই নিয়োগ নিয়ে কিছুটা যত্নবান হয়েছে রাজ্য সরকার। নির্বাচনের ফল ঘোষণার পরে, নিয়োগ নিয়ে কমিশনের চেয়ারম্যানকে দ্রুত পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এর আগে রাজ্যে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ফেরাতে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী বা কমিশনের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিয়েছেন পরীক্ষার্থীরা। কিন্তু তার পরেও নিয়োগে স্বচ্ছতা ফেরেনি বলে অভিযোগ হবু শিক্ষকদের। কিন্তু হাল ছাড়তে নারাজ পরীক্ষার্থীদের একটা বড় অংশ। এবার তাঁরা শিক্ষক নিয়োগে বিশেষকরে আপার প্রাইমারির নিয়োগে স্বচ্ছতা ফেরাতে মুখ্যমন্ত্রীর দেওয়া ইমেল আইডিতে মেল করবেন বলে জানিয়েছেন।
নিয়োগ নিয়ে কেমন ধরণের অনিয়ম হয়েছে সেখানে তার উল্লেখ করবে বলে জানিয়েছেন এক হবু শিক্ষক। তাদের অভিযোগ যারা টাকার বিনিময়ে স্কুলে চাকরির সুযোগ পেয়েছেন তাদেরকে চিহ্নিত করা হোক এবং কাটমানি ফেরতের মতন তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হোক। অপেক্ষাকৃত কম যোগ্যতা সম্পন্ন পড়ুয়ারা কিকরে চাকরির সুযোগ পেলেন তার তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করুক সরকার।
এখন দেখার এই মেল পাবার পরে মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নেন। আর সেই দিকে তাকিয়ে হবু শিক্ষকরা।
রাজ্যে ফুটেছে বড় ফুল। যদিও নির্বাচনে এই ধাক্কা খাবার পরেই নিয়োগ নিয়ে কিছুটা যত্নবান হয়েছে রাজ্য সরকার। নির্বাচনের ফল ঘোষণার পরে, নিয়োগ নিয়ে কমিশনের চেয়ারম্যানকে দ্রুত পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এর আগে রাজ্যে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ফেরাতে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী বা কমিশনের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিয়েছেন পরীক্ষার্থীরা। কিন্তু তার পরেও নিয়োগে স্বচ্ছতা ফেরেনি বলে অভিযোগ হবু শিক্ষকদের। কিন্তু হাল ছাড়তে নারাজ পরীক্ষার্থীদের একটা বড় অংশ। এবার তাঁরা শিক্ষক নিয়োগে বিশেষকরে আপার প্রাইমারির নিয়োগে স্বচ্ছতা ফেরাতে মুখ্যমন্ত্রীর দেওয়া ইমেল আইডিতে মেল করবেন বলে জানিয়েছেন।
এখন দেখার এই মেল পাবার পরে মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নেন। আর সেই দিকে তাকিয়ে হবু শিক্ষকরা।

No comments