রাজ্যে এই প্রথম জেলা পরিষদ দখলের পথে বিজেপি। সোমবার তা বাস্তব হতে পারে।
নজরবন্দি ব্যুরোঃ দল বদলের খবর এখন এই রাজ্যে পুরনো হয়ে গিয়েছে। যে যার মত দল বদল করে চলেছে। নীতি আদর্শের কোন বালাই নেই। লোকসভা ভোটের পর তৃণমূল থেকে বিজেপি তে আসছেন অনেক নেতা, সাংসদ,বিধায়ক,কর্মী সবাই। এই কারণে রাজ্যের বেশ কয়একটা পঞ্চায়েত দখল করেছে বিজেপি কিন্তু এই প্রথমবার এই রাজ্যে কোন জেলাপরিষদ দখল করতে চলেছে বিজেপি। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ দখল করতে চলেছে তারা।
ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন, দক্ষিণ দিনজপুরের প্রাক্তন তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র। তাঁর সঙ্গে দিল্লি গিয়েছেন জেলা পরিষদের ১৮ জনের মধ্যে ১৪ জন সদস্য। সোমবার তাঁরা বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে।বালুরঘাট লোকসভা কেন্দ্রে হারের পর সেখানকার প্রার্থী অর্পিতা ঘোষকে দক্ষিণ দিনাজপুরের সভাপতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপসারিত হন বিপ্লব মিত্র। এরপরেই তিনি বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন, দক্ষিণ দিনজপুরের প্রাক্তন তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র। তাঁর সঙ্গে দিল্লি গিয়েছেন জেলা পরিষদের ১৮ জনের মধ্যে ১৪ জন সদস্য। সোমবার তাঁরা বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে।বালুরঘাট লোকসভা কেন্দ্রে হারের পর সেখানকার প্রার্থী অর্পিতা ঘোষকে দক্ষিণ দিনাজপুরের সভাপতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপসারিত হন বিপ্লব মিত্র। এরপরেই তিনি বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে।

No comments