Header Ads

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা বাড়াল বিজেপি সংগঠন।

নজরবন্দি ব্যুরোঃ গতকাল কলকাতা প্রেস ক্লাবে “বঙ্গীয় চলচিত্র পরিষদ” নামে গেরুয়া শিবিরের একটি সংগঠন প্রকাশ্যে এলো । সঙ্গে ছিল ২০১১ সালে তৈরী আরএসএস নিয়ন্ত্রিত সংগঠন “কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি ওয়ার্কার্স ইউনিয়ন”। এই দুই ইউনিয়ন যৌথ ভাবে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন যে তৃণমূল নিয়ন্ত্রিত ফেডারেশন অফ সিনে টেকনিসিয়ান্স এন্ড ওয়ার্কার্স য়ের অনুগত না হলে যোগ্য শিল্পী ও কলাকুশলীদের কাজ ও কার্ড দেয়া হয় না ।

 বিজেপির সংগঠনগুলির দাবি, টলিউড জুড়ে যে সিন্ডিকেট রাজ চলছে , তা বিনাশ করতেই এবার মাঠে নামছে বিজেপি। আর তার জন্য এবার আন্দোলনে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের বাবা তথা স্বনামধন্য তারকা বিশ্বজিত্ চট্টোপাধ্যায়কে সামনে রাখছে বিজেপি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই টলিউডে কলাকুশলীদের উপযুক্ত পারিশ্রমিক ও পাওনা পারিশ্রমিক দাবি নিয়ে মুখ খুলেছিলেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। সিনে আর্টিস্ট ফোরামের সদস্য হিসাবে মুখ খোলেন তিনি। এবার সেই কলাকুশলীদের পরিস্থিতি নিয়ে সরব প্রসেনজিতের বাবা বিশ্বজিত্ চট্টোপাধ্যায়। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.