Header Ads

সাত সকালে ব্যান্ডেল স্টেশনে গুলি বিদ্ধ তৃণমূল নেতা দিলীপ রাম।

নজরবন্দি ব্যুরোঃ ফের রাজনৈতিক নেতার গুলি বিদ্ধ হবার ঘটনা এবার গুগলি। শনিবার সাত সকালে ব্যান্ডেল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে শ্যুট আউটের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল নেতা দিলীপ রাম। আহত দিলীপ রামকে তড়িঘিড় ভর্তি করা হয়েছে হাসপাতালে। এলাকার তৃণমূলের বিধায়ক অসিত মজুমদারের ঘনিষ্ঠ বলে পরিচিত দিলীপকে রাজনৈতিক উদ্দেশেই গুলি করা হয়েছে বলে দাবি করছে বিধায়ক শিবির।
ছায়াসঙ্গীকে সরিয়ে এলাকা দখল করতেই বিজেপি এই কাজ করেছে বলে দাবি করেছেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে হুগলি জেলা বিজেপি নেতৃত্ব। ব্যক্তিগত শত্রুতা বা দলীয় কোন্দলের কারণেই শ্যুটাউটের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বিজেপি। গুলিবিদ্ধ ওই নেতাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভরতি করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুসারে তাঁর অবস্থা খুব একটা ভালো নয়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.