Header Ads

কি ভাবে খুন করা হয়েছিল সাংবাদিক গৌরী লঙ্কেশকে? উঠে এলো হাড়হিম করা তথ্য।

নজরবন্দি ব্যুরোঃ ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর দুষ্কৃতীদের গুলিতে খুন হন সাংবাদিক গৌরী লঙ্কেশ । হত্যাকাণ্ডের অভিযুক্ত খুনী শরদ কালাস্কর গত অক্টোবরে ধরা পড়ার পর পুলিশের সামনে গোটা ঘটনার বিবরণ দেন। সে জানিয়েছে ঘটনার জন্য অস্ত্র আর বাকি আয়োজনের দায়িত্বে সে ছিল। পাশাপাশি খুনের পর অস্ত্র লোপাট করার দায়িত্বেও নিয়েছিল সে । শরদ কলাস্কর এক সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে জানিয়েছে, বেলগামে একটি বৈঠকে ঠিক হয় যাঁরা দক্ষিণপন্থীদের বিরোধ করছে তাঁদেরই শেষ করতে হবে। আর তার মধ্যে উঠে আসে গৌরী লঙ্কেশের নাম।
তখনই ঠিক হয় গৌরী লঙ্কেশকে হত্যা করা হবে। আর সেই খুনের কোডনেম দেওয়া হয় “ইভেন্ট”।হত্যাকাণ্ডে জড়িত পরশুরাম ওয়াঘমারে,শরদ কলস্কররা ১৫-২০ দিন ধরে এক পাহাড়ে উঠে বন্দুকবাজির প্রশিক্ষণ নেয়। এরপর ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর গৌরী লঙ্কেশের শরীরে একের পর এক গুলি করে তাঁকে হত্যা করা হয়। এরপর বন্দুককে আলাদা আলাদা অংশে ভাগ করে মুম্বই-নাসিক হাইওয়ের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.