Header Ads

ঊষসীকাণ্ডের পর দিন দুপুরে ফের শহরে হেনস্থার শিকার জাতীয়স্তরের বক্সার!

নজরবন্দি ব্যুরোঃ ঊষসীকাণ্ডের পর ফের শহরে হেনস্থার শিকার জাতীয়স্তরের বক্সার সুমন কুমারীরা। দক্ষিণ কলকাতার মোমিনপুরে হেনস্থার শিকার হলেন। তাও আবার দিনের বেলায়। আর সব দেখেও নীরব দর্শক হয়ে থাকল পুলিস অভিযোগ বক্সারের।প্রথমে কয়েকজন যুবক সোনাজয়ী এই বক্সারকে কটুক্তি করে। পরে তাঁর উপর চড়াও হয়।
 অভিযোগ, এক পুলিশ অফিসারের সামনেই পুরো ঘটনাটি ঘটে। এমনকি ওই পুলিশের কাছে সাহায্য চেয়েও পাওয়া যায়নি। উল্টে তাকে থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে বলেন। শোরগোল পড়ার পর ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিস।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.