স্কুল চলাকালীন শিক্ষকের উপর হামলার অভিযোগ, প্রতিবাদে আগামী সোমবার বিক্ষোভ কর্মসূচী
নজরবন্দি ব্যুরো: রাজ্যে স্কুল শিক্ষকদের আক্রান্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। শিক্ষকদের মার, গুলি, লাঠিপেটা এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। শিক্ষকদের ওপর আক্রমনের আরও একটি ঘটনা ঘটল রাজ্যে। এবার স্কুলেই আক্রান্ত হলেন শিক্ষক। ঘটনাটি ঘটেছে গতকাল হুগলী জেলার মগড়া দক্ষিণ চক্রের খামারপাড়া নিঃবুনিঃ বিদ্যালয়ে। আক্রান্ত শিক্ষক অর্ণব চট্টোপাধ্যায়।
স্কুল চলাকালীন সহকর্মীদের সামনেই এই আক্রান্ত হবার ঘটনাটি ঘটে। চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করায় আক্রান্ত হতে হল শিক্ষক অর্নব চট্টোপাধ্যায় কে। প্রত্যক্ষদর্শী দের বক্তব্য অনুযায়ী, অর্ণব বাবু অবৈধ চাঁদা দিতে অস্বীকার করায় তার উপর এই আক্রমণের ঘটনাটি ঘটেছে।
শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ এই ঘটনার তীব্র নিন্দা করছে এবং দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়েছে। এই ঘটনার প্রতিবাদে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের একাধিক সদস্য আগামী সোমবার দুপুরে হুগলীর চুচুঁড়ার ঘড়ির মোড় থেকে প্রতিবাদ মিছিল করে স্থানীয় থানায় গিয়ে জানতে চাইবেন অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে। শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম এই ঘটনার প্রতিবাদে রাজ্যের সমস্ত শিক্ষকদের গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন। "এখানে সমস্ত দল, মত, রাজনৈতিক মতাদর্শ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করা উচিৎ।সকলেই উপস্থিত থাকুন এবং শিক্ষক ঐক্যকে প্রতিষ্ঠা করুন।"
Loading...
কোন মন্তব্য নেই