Header Ads

তৃণমূল নেতার বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা! অভিযোগের তির বিজেপির দিকে

নজরবন্দি ব্যুরো: রাতের অন্ধকারে ঘরে আগুন লাগিয়ে তৃণমূলের নেতাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। এই ঘটনাটি ঘটেছে বুধবার রাতে সাঁকরাইলের রগড়া ২ নম্বর অঞ্চলের কাঠুয়াপাল গ্রামে। এই গ্রামের বাসিন্দা তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি দিলীপ মান্না। তাঁরি বাড়িতে এই আগুন লাগানোর ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় অভিযোগের তির বিজেপি–র দিকে।
এই ঘটনার সময় দিলীপবাবুর পরিবারের সদস্যরা বাড়ির অন্য প্রান্তে ঘুমিয়ে ছিলেন। গ্রামের লোকেরাই প্রথম আগুন দেখে ছুটে আসেন। তাঁরাই বাড়ির সদস্যদের উদ্ধার করেন। আগুন নেভানোর কাজে হাত লাগান গ্রামের লোকেরাই। এই ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রগড়া অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি পঞ্চানন দাস বলেন, '‌বিজেপি–র দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। তারাই গোটা এলাকায় সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করেছে। এখানকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন।' এদিন ঘটনার খবর পেয়ে তৃণমূল ব্লক সভাপতি সোমনাথ মহাপাত্র দলীয় কর্মীদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। তাঁর অভিযোগ, 'বুধবার রাতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আমাদের কাঠুয়াপাল বুথ সভাপতি দিলীপ মান্নার বাড়িতে।
টালি আর অ্যাসবেসটসের চালাঘরের একটা অংশ পুড়ে গিয়েছে। স্থানীয় পঞ্চায়েত তৃণমূলের। তাও বিজেপি–র উপদ্রব চলছে। এই এলাকাকে অশান্ত করতে চাইছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।' এই ঘটনা জানিয়ে থানাতে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। শাসক দলের তরফে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান হয়েছে। যদিও বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.