কোপার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা- ব্রাজিল
নজরবন্দি ব্যুরোঃ কোপার সেমিফাইনালে আর্জেন্টিনা। মারাকানায় লিওনেল স্কালোনির দল ২-০ ব্যবধানে হারাল ভেনেজুয়েলাকে। শেষ চারে মেসিদের প্রতিপক্ষ ব্রাজিল। এদিকে, টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ চারে চলে গেল গতবারের চ্যাম্পিয়ন চিলি।শেষবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ব্রাজিল-আর্জেন্তিনা দ্বৈরথ হয়েছিল ২০১৬ সালে।
সেই ম্যাচে নীল জার্সিধারীদের ৩-০ ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল-মারাকানা স্টেডিয়ামে ম্যাচের প্রথম দশ মিনিটেই ভেনেজুয়েলার জালে বল জড়িয়ে এগিয়ে যায় আর্জেন্তিনা। ব্লু-আর্মির হয়ে প্রথম গোলটি করেন মার্টিনেজ। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে পরিবর্ত ফুটবলার গিওভানি দ্বিতীয়বার জাল কাঁপিয়ে আর্জেন্তিনাকে ২-০ এগিয়ে দেন-এবার সেমিদের কঠিন প্রতিপক্ষ ব্রাজিল, সেলেকাওদের হারিয়ে আর্জেন্তিনা টানা তিনবার কোপা ফাইনালে পৌঁছতে পারে কিনা,সেটাই এখন দেখার।
Loading...
কোন মন্তব্য নেই