Header Ads

'কাটমানি ফেরত দাও' এই দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ঝড় তুলতে চায় বিজেপি!

নজরবন্দি ব্যুরো: কাটমানি নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রীর ঘোষণা। আর তাঁর পর থেক এই ইস্যু নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সব জায়গাতেই এই ইস্যুতে আক্রান্ত হচ্ছেন তৃণমূলের সমর্থকরা। অনেকে আবার ঘরছাড়া। আবার কেউ আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিয়েছেন।
কাটমানি নিয়ে জেলায় জেলায় চলতে থাকা বিক্ষোভের পিছনে আছে বিজেপির হাত। এমনটাই অভিযোগ। এবার সরাসরি কাটমানি নিয়ে বিক্ষোভে নামতে চলেছে বিজেপি। ১ জুলাই রাজ্যজুড়ে চলবে বিক্ষোভ।
শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর বাড়ির পাশেই সভা করে 'কাটমানি ফেরত দাও' এই দাবি তুলতে চলেছে বিজেপি।

লোকসভা ভোটে বিপর্যয়ের পর দলীয় বৈঠকে কাটমানি নিয়ে নেতা-নেত্রীদের সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাটমানি ফেরত দেবার নির্দেশ দেন। এরপরই রাজ্যের বিভিন্ন জেলায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাদের ঘিরে শুরু হয় বিক্ষোভ। কোথাও কাউন্সিলরের বাড়ি তো কোথাও পঞ্চায়েত প্রধানের বাড়িতে চড়াও হন সাধারণ মানুষ।দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিবৃতি জারি করে জানান, 'মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃত করছে মিডিয়ার একাংশ। দলে ৯৯.৯৯ শতাংশ নেতাই সত্‍ ও পরিশ্রমী।
তাঁরা উন্নয়নের সুফল মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর'। 

রাজ্যে এই অশান্তির পিছনে বিজেপির ইন্ধন রয়েছে বলে মনে করছে তৃণমূল শিবির। কিন্তু বিজেপি এত দিন দূরত্ব বজায় রেখেছিল। তারা স্পষ্ট জানিয়েছে, এর সঙ্গে দলের যোগ নেই। কিন্তু এবার আর রাখঢাক নয়। ১ জুলাই জেলায় জেলায় বিক্ষোভের পর সটান মমতার বাড়ির কাছেই আন্দোলনের উদ্যোগ নিয়েছে তারা। ২ জুলাই কলকাতার হাজরা মোড়ে 'কাটমানি ফেরত দাও' জনসভা করতে চলেছে তারা। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.