PRT ঘোষণা করে তাঁর ওপর পে কমিশন! UUPTWA-র দাবীর প্রেক্ষিতে কি করলেন শিক্ষামন্ত্রী? #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসের ২৪ তারিখ পিআরটি স্কেলের দাবীতে মহানগরের রাজপথের কার্যত দখল নিয়েছিলেন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হওয়া প্রায় ৪০ হাজার শিক্ষকের মিছিল স্রোত হয়ে আছড়ে পড়ে রানী রাসমনি এভিনিউ-তে। কিন্তু রাজনৈতিক কায়দায় প্রাথমিক শিক্ষকদের শান্তিপূর্ণ মিছিল রুখতে শিক্ষকদের ওপর জল কামান নিক্ষেপ করে পুলিশ, গার্ড ওয়াল দিয়ে ঘিরে ফেলা হয় পথ। জলকামানের আঘাতে আহত হন বহু শিক্ষক, অনেককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় লালবাজার সেন্ট্রাল লকআপে। প্রতিবাদে ধর্নায় বসেন প্রাথমিক শিক্ষকরা।
পরে শিক্ষামন্ত্রী-র সাথে সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হয় এবং শিক্ষামন্ত্রীর আশ্বাসের পর ধর্না উঠে যায়।এই প্রসঙ্গে উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স অ্যাশোসিয়েশানের রাজ্য সভাপতি সন্দীপ ঘোষ শিক্ষকদের উদ্দেশ্যে এক বার্তায় জানান শিক্ষামন্ত্রীর সাথে সংগঠনের প্রতিনিধিদের কি আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন, গত ২৪শে জুন শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের সময় UUPTWA ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্যের কথা তুলে ধরে, তাই এরাজ্যে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো কি হওয়া উচিত সেটা পে কমিশন এর আগেই ঘোষণা করে তার উপর হিসেব করে পে কমিশন ঘোষণা করতে হবে।
এছাড়া যে ১৪ জন শিক্ষককে অনৈতিক ভাবে জেলার বাইরে বদলি করা হয়েছিল,তাদের আবার নিজের জেলায় ফিরিয়ে আনতে হবে বলেও দাবী জানান তাঁরা। সন্দীপ বাবুর দাবী, শিক্ষামন্ত্রী দুটি বিষয়েই সহমত প্রকাশ করেছেন এবং নিজের হাতে কাগজে নোট নিয়েছেন পাশাপাশি তাঁর সেই নোট অর্থ দফতরে জমা দিয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
সন্দীপ ঘোষের বক্তব্য, আমরাও ওনার পদমর্যাদার কারণে ১৫ দিন সময় দিয়েছি। এই ১৫ দিনের মধ্যে যদি আমাদের এই দুটি দাবির স্বপক্ষে কোন সরকারি G.O না আসে,সারা রাজ্যের প্রাথমিক শিক্ষকরা আবার রাস্তায় নামতে বাধ্য হবেন।
পরে শিক্ষামন্ত্রী-র সাথে সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হয় এবং শিক্ষামন্ত্রীর আশ্বাসের পর ধর্না উঠে যায়।এই প্রসঙ্গে উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স অ্যাশোসিয়েশানের রাজ্য সভাপতি সন্দীপ ঘোষ শিক্ষকদের উদ্দেশ্যে এক বার্তায় জানান শিক্ষামন্ত্রীর সাথে সংগঠনের প্রতিনিধিদের কি আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন, গত ২৪শে জুন শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের সময় UUPTWA ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্যের কথা তুলে ধরে, তাই এরাজ্যে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো কি হওয়া উচিত সেটা পে কমিশন এর আগেই ঘোষণা করে তার উপর হিসেব করে পে কমিশন ঘোষণা করতে হবে।
Loading...
কোন মন্তব্য নেই