Header Ads

কাটমানি ইস্যুতে বাড়িতে হামলা, তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার!

নজরবন্দি ব্যুরো: সম্প্রতি দলের কর্মীদের উদ্দেশে এক বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দলের কর্মীদের কাটমানি ফেরত দিতে নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর পর থেকে এই কাটমানি ইস্যুতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অসান্তির ঘটনা ঘটে।
এবার কাটমানি ফেরতের দাবিতে বাড়িতে তালা ঝোলানোর পর বর্ধমান শহরে এক তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই মৃত ব্যক্তির নাম পূর্ণেন্দু চট্টোপাধ্যায়(৫৫)। বাড়ি বর্ধমান পুরসভার ১৩নম্বর ওয়ার্ডের নীলপুর শক্তিসংঘ এলাকায়।
বুধবার সকালে শহরে চৈত্রপুর লকগেট এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। গত লোকসভা ভোটে তিনি তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট ছিলেন। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ নীলপুর এলাকার লোকজন পূর্ণেন্দুবাবুর বাড়িতে চড়াও হন। বাড়ি তৈরির প্রকল্পে তিনি কাটমানি নিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ ছিল। ঘটনার সময় বাড়িতে পূর্ণেন্দুবাবু ছিলেন না। এরপর স্থানীয়রা বাড়ি থেকে ওই তৃণমূল কংগ্রেস নেতার স্ত্রী, ছেলেকে বের করে গেটে তালা ঝুলিয়ে দেয়।
বাড়িতে তালা ঝোলানোর খবর পেয়ে পূর্ণেন্দুবাবু তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন। স্ত্রী এবং ছেলে শ্বশুরবাড়িতে ছিলেন।
গোটা ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হন। এরপর বাড়ি থেকে বেরিয়ে যান। মঙ্গলবার সারাদিন আর কোনও খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে বর্ধমান শহরে শ্রীরামপুর লাগোয়া চৈত্রপুর লকগেটের কাছে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। বিজেপি-র মদতে লোকজন কাটমানি ইস্যুতে বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের টার্গেট করছে বলে শাসকদলের অভিযোগ। তৃণমূলের আরও অভিযোগ, পূর্ণেন্দুবাবুকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.