Header Ads

শেষ ৪ এর অঙ্ক জমিয় দিল পাকিস্তান। সব চাইতে সুবিধা ভারতের।

নজরবন্দি ব্যুরোঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বুধবার ম্যাচ জিতে বিশ্বকাপে শেষ চারের অঙ্ক জমিয়ে দিল পাকিস্তান। এ ডি জয়ের ফলে ৭ ম্যাচে তাদের পয়েন্ট ৭। অস্ট্রেলিয়া এর মধ্যে সেমিফাইনালে চলে গিয়েছে, নিউজিল্যান্ড ৭ ম্যাচে ১১ পয়েন্ট, শেষ ৪ এ জেতে হলে তাদের আর ১ টি ম্যাচ জিততে হবে। আর পাকিস্তান কে বাংলাদেশ আর আফগানিস্তান এর সাথে ২টি ম্যাচই জিততে হবে।
 একই ভাবে বাংলাদেশকে জিততে হবে ২টি ম্যাচ। শ্রীলঙ্কা কে জেতে হলে আফ্রিকা,ওয়েস্ট ইন্ডিজ আর ভারত কে হারাতে হবে। সব থেকে সুবিধাতে আছে ভারত। ৫ ম্যাচে বিরাটদের পয়েন্ট ৯। শেষ ৪ ম্যাচে ২টি তে জিতলেই সেমিফাইনালে ভারত। একনজরে দেখন কার কত পয়েন্টঃ অস্ট্রেলিয়া- ৭ ম্যাচে ১২, নিউজিল্যান্ড- ৭ ম্যাচে ১১, ভারত-৫ ম্যাচে ৯, ইংল্যান্ড-৭ ম্যচে ৮, বাংলাদেশ-৭ ম্যাচে ৭, পাকিস্তান-৭ ম্যাচে ৭, শ্রীলঙ্কা- ৬ ম্যচে ৬, ওয়েস্ট ইন্ডিজ- ৬ ম্যচে ৩, দঃ আফ্রিকা-৭ ম্যাচে ৩ ও আফগানিস্তান- ৭ ম্যচে ০।

 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.