Header Ads

কলকাতায় এলেন মোহনবাগানের কোচ কিবু ভিকুনা!

নজরবন্দি ব্যুরো: কলকাতায় পা রাখলেন মোহনবাগানের কোচ কিবু ভিকুনা ও তার সহকারি টমাস চর্জ। দুবাই ঘুরে কলকাতা এসেছেন তাঁরা। তাঁদের বিমানবন্দরে স্বাগত জানাতে বেশ কিছু মোহনবাগান সমর্থকেরও ভিড় ছিল চোখে পড়ার মতন।
কিভুকে নিয়ে গান গাওয়ার পাশাপাশি তাঁকে স্বাগত জানাতে ব্যানার, ফেস্টুন নিয়েও হাজির ছিলেন বাগান সমর্থকরা। সকাল ৮ নাগাদ দুবাই হয়ে কলকাতার মাটিতে নামে বিমান। লাগেজ সমস্যার জন্য বেশকিছুটা সময় অপেক্ষা করতে হয় তাঁদের।
মুখে কোনও কথা না বললেও বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছিল বেশ পজিটিভ আছেন তিনি।
কলকাতায় ভাল কিছু করতে মরিয়া।
তিনি এয়ারপোর্টের বাইরে পা রাখতেই তাঁকে নিয়ে হুড়োহুড়ি শুরু করে দেন বাগান সমর্থকরা। বেরোতে গিয়ে বাধা পান তিনি। যদিও তিনি এই উৎসাহ দেখে যে বেশ খুশি তা তার হাসিই বলে দিচ্ছিল। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.