Header Ads

তৃণমূলকে আরও বড় ধাক্কা দিতে চলেছে বিজেপি, হাতছাড়া হতে পারে দুই জেলা পরিষদ ।

নজরবন্দি ব্যুরো: তৃণমূল কংগ্রেসকে আরও বড় ধাক্কা দিতে চলেছে বিজেপি। এই ধাক্কা সফল হলে, রাজ্যে আরও বড় বিপর্যয়ের সামনে দাঁড়াবে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে এই রাজ্যে ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস।
আর এর পর থেকে তৃণমূলের কাউন্সিলার থেকে বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে। এবার বিজেপি রাজ্যের দু'টি জেলা পরিষদ দখল করতে চলেছে।

নির্বাচনের ফল ঘোষণার কিছু দিনের মধ্যে তৃণমূলের হাতছাড়া হয়েছে একাধিক পুরসভা। ভাঙন রুখতে মাঠে নেমেও তা আটকাতে পারেনি তৃণমূল নেত্রী। এতদিন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সদস্যদের দলে টানছিলেন বিজেপি নেতারা। এ বার ত্রিস্তর পঞ্চায়েতের সর্বোচ্চ স্তর জেলা পরিষদেও থাবা বসাতে চলেছে বিজেপি।
বিশেষ সূত্রের খবর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সিংহভাগ সদস্যের বিজেপি-তে যোগ দিতে চলেছেন। এর ফলে এই দুটি জেলা পরিষদ শাসক দলের হাতছাড়া হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। এই যোগদান পর্ব কবে হবে, তা আপাতত গোপন রেখেছে এই রাজ্যের বিজেপি নেতারা।
লোকসভা ভোটের ফল প্রকাশের পর দেখা গিয়েছে, গোটা উত্তরবঙ্গ তৃণমূলের হাতছাড়া হয়েছে। উত্তরবঙ্গের মোট 8টি আসনের একটিও তৃণমূল জিততে পারেনি।

আর এর পরেই বিজেপি সিদ্ধান্ত নেয় বিধানসভা ভোটের আগেই উত্তরবঙ্গের অধিকাংশ পুরসভা-পঞ্চায়েত, জেলা পরিষদের ক্ষমতা দখল নিতে হবে। বিজেপির কৌশল, কোনও জেলা পরিষদ দখল নেওয়ার অর্থ, সংশ্লিষ্ট এলাকার সামগ্রিক উন্নয়ন হবে বিজেপি-র নেতৃত্বে। আর এর প্রভাব পড়বে সাধারণ ভোটারদের মধ্যে। সেই লক্ষ্যেই বঙ্গ-বিজেপি প্রথমেই উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের দখল নিতে চলেছে।
যদিও এখনও মাঠে আছেন বাংলার অগ্নিকন্যা তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক লড়াই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এই বাউন্সার কেমন ভাবে সামলান। আর সেই দিকে তাকিয়ে গোটা বঙ্গ রাজনীতির মহারথীরা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.