Header Ads

কাটমানি ফেরত চাইতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করলেন তৃণমূল সমর্থকরাই!

নজরবন্দি ব্যুরো: গতকাল তৃণমূল নেত্রী তাঁর দলের নেতাদের তোলাবাজির টাকা ফিরিয়ে দেবার নির্দেশ দিয়েছিলেন। আর সেই নির্দেশের ২৪ ঘণ্টা কাটার আগেই তোলাবাজির টাকা উদ্ধার করতে নিজের বাড়িতে ঘেরাও হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য  এবং তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি।
বিরোধী দলের লোকের নন, দলীয় পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করলেন তৃণমূল সমর্থকরাই। এই ঘটনাটি ঘটেছে বীরভূমের শ্রীচন্দ্রপুর গ্রামে।

সোমবারই নজরুল মঞ্চে দলীয় কাউন্সিলরদের সভায় তৃণমূল-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোলাবাজির টাকা ফেরত দিতে নির্দেশ দেন তাঁর দলের কর্মীদের। বলেন, কারও কাছ থেকে টানা নিয়ে থাকলে ফেরত দিয়ে দিন। নইলে দুর্নীতি দমন শাখা তদন্ত করবে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, কাউন্সিলরদের জন্যই আমার এত বদনাম।

তারপর দিন সকালেই তৃণমূল পঞ্চায়েত সদস্য উত্তম বাউড়ির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন ইলামবাজারের শ্রীচন্দ্রপুর গ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার জন্য একাধিকবার কাটমানি খেয়েছেন এই নেতা। ঘেরাও হয় স্থানীয় তৃণমূল বুথ সভাপতি রাজীব আকুড়ের বাড়িও।
এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.