Header Ads

জয় শ্রীরাম-জয় হিন্দ ধ্বনিতে ফের উত্তপ্ত বিধানসভা!

নজরবন্দি ব্যুরো: গতকাল সাংসদের শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকসভাতে উঠেছিল জয় শ্রীরাম, জয় হিন্দের মতো স্লোগান। আর এবার, খোদ রাজ্য বিধানসভায় সেই একই ছবি দেখা গেল। আজ, বিধানসভায় শপথ নেন রাজ্য বিধানসভায় নবনির্বাচিত ৮ বিধায়ক। শপথ গ্রহণ অনুষ্ঠানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেই সতর্ক করে দিয়েছিলেন, বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু, শেষ পর্যন্ত এড়ানো গেল না বিতর্ক।
বিধানসভায় উঠল জয় শ্রীরাম-জয় হিন্দ ধ্বনি।

আজ, বুধবার রাজ্য বিধানসভায় জয় শ্রীরাম ও জয় হিন্দ ধ্বনি নিয়ে একপ্রস্ত রেষারেষি বেঁধে যায় নবনির্বাচিত ৮ বিধায়কদের মধ্যে। এর জেরে বিধানসভার মধ্যে উত্তেজনা ছড়ায়। এদিন শপথের আগেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সতর্ক করেদেন, শপথ বাক্যের বাইরে কোনও অসাংবিধানিক কোনও শব্দ ব্যবহার করতে পারবেন না বিধায়করা।
কিন্তু, স্পিকারের নির্দেশকে পাত্তা না দিয়ে ভরতপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু শপথ শেষে জয় শ্রীরাম ধ্বনি দেন। এই ঘটনায় স্পিকার অসন্তোষ প্রকাশ করেন। এর পরই শপথ নিতে ওঠেন উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ নেওয়ার পর জয় হিন্দ ধ্বনি দেন ইদ্রিশ আলি। তখনই বিমান বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেন। তৃণমূল বিধায়ককে দেন ধমক। ইদ্রিশ অবশ্য পরে ক্ষমা চেয়ে নেন। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.