অধ্যাপক-অধ্যাপিকাদের ইস্তফা না দেওয়ার অনুরোধ করলেন তৃণমূলের মহাসচিব!
নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক-শিক্ষাদের হেনস্থা এটা নতুন কিছু ঘটনা নয়। মঙ্গলবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের হেনস্থা নিয়ে চলতি সমস্যার সমাধান করতে বিশ্ববিদ্যালয়ে পৌঁছন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বৈঠক সেরে সাংবাদিক মুখোমুখি হয়ে তিনি বলেন, "অধ্যাপক অধ্যাপিকাদের ইস্তফা না দেওয়ার অনুরোধ জানিয়েছি"।
তৃণমূলের মহাসচিব জানান, এই বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেছেন তিনি। ছাত্রদের সঙ্গেও আলোচনা করেছেন। শিক্ষা দফতর কোন অবস্থাতেই এই ধরণের অভিযোগ বরদাস্ত করতে পারে না। ছাত্র-শিক্ষকদের মধ্যে কোনও রকম ভুল বোঝাবুঝি চলতে পারে না।
শিক্ষকদের অপমান মেনে নেওয়া যায় না। এই প্রসঙ্গে উপাচার্যের সঙ্গে কথা বলেছি। বিভাগীয় প্রধানের সঙ্গেও কথা হয়েছে। ৩ জন ডিনের সঙ্গেও কথা হয়েছে। শিক্ষকরা যেন নিয়মিত ক্লাস নেন। উপস্থিতির বিষয়ে কোনও শিথিলতা চলবে না। আমার সঙ্গে সকল শিক্ষকরা সহমত প্রকাশ করেছেন।
এর পরে তিনি আরও বলেন, "সংবাদমাধ্যম সূত্রে জানতে পেরেছি, উপাচার্য এ বিষয়ে একটা কমিটি তৈরি করেছেন। সেই কমিটি চলতি সমস্যার সমাধান করুক। রিপোর্ট পেশ করুক। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা যেন উচ্চে তোলা হয়।"
বৈঠক সেরে সাংবাদিক মুখোমুখি হয়ে তিনি বলেন, "অধ্যাপক অধ্যাপিকাদের ইস্তফা না দেওয়ার অনুরোধ জানিয়েছি"।
তৃণমূলের মহাসচিব জানান, এই বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেছেন তিনি। ছাত্রদের সঙ্গেও আলোচনা করেছেন। শিক্ষা দফতর কোন অবস্থাতেই এই ধরণের অভিযোগ বরদাস্ত করতে পারে না। ছাত্র-শিক্ষকদের মধ্যে কোনও রকম ভুল বোঝাবুঝি চলতে পারে না।
এর পরে তিনি আরও বলেন, "সংবাদমাধ্যম সূত্রে জানতে পেরেছি, উপাচার্য এ বিষয়ে একটা কমিটি তৈরি করেছেন। সেই কমিটি চলতি সমস্যার সমাধান করুক। রিপোর্ট পেশ করুক। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা যেন উচ্চে তোলা হয়।"
কোন মন্তব্য নেই