নীতি আয়োগের পর এবার সর্ব দলীয় বৈঠকেও যাবেন না মমতা।
নজরবন্দি ব্যুরোঃ নীতি আয়োগের বৈঠকে যাননি আর এবার সর্ব দলীয় বৈঠকেও যাবেন না বলে জানিয়ে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।“এক দেশ, এক নির্বাচন” এই আলোচনার জন্য এই সভা ডাকা হয়েছিল। লোকসভা এবং রাজ্যসভায় যে দলগুলির প্রতিনিধিত্ব রয়েছে, সেই দলগুলির প্রধানদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তিনি সেখানে উপস্থিত থাকতে পারবেন না কারণ হিসেবে তিনি বলেছেন
“এক দেশ, এক নির্বাচন”-এর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠিক মতো আলোচনা করা এত কম সময়ের নোটিসে সম্ভব নয়। মমতার ব্যাখ্যা, এই বিষয় নিয়ে আলোচনা করতে হলে সংবিধান বিশেষজ্ঞ, নির্বাচন বিশেষজ্ঞ এবং দলের সদস্যদের সঙ্গে আগে কথা বলা দরকার, তাড়াহুড়ো করে এই বিষয় নিয়ে আলোচনায় বসা সম্ভব নয়। তিনি সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীকে চিঠিতে উপদেশ দিয়ে বলেছেন এই বিষয়টি নিয়ে একটি শ্বেতপত্র তৈরি করুন এবং তা সব রাজনৈতিক দলকে দিন, পর্যাপ্ত সময় দিয়ে এ বিষয়ে তাদের মতামত জানতে চান।
“এক দেশ, এক নির্বাচন”-এর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠিক মতো আলোচনা করা এত কম সময়ের নোটিসে সম্ভব নয়। মমতার ব্যাখ্যা, এই বিষয় নিয়ে আলোচনা করতে হলে সংবিধান বিশেষজ্ঞ, নির্বাচন বিশেষজ্ঞ এবং দলের সদস্যদের সঙ্গে আগে কথা বলা দরকার, তাড়াহুড়ো করে এই বিষয় নিয়ে আলোচনায় বসা সম্ভব নয়। তিনি সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীকে চিঠিতে উপদেশ দিয়ে বলেছেন এই বিষয়টি নিয়ে একটি শ্বেতপত্র তৈরি করুন এবং তা সব রাজনৈতিক দলকে দিন, পর্যাপ্ত সময় দিয়ে এ বিষয়ে তাদের মতামত জানতে চান।
কোন মন্তব্য নেই