Header Ads

মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি, কুরুচিকর চিঠি! তদন্ত শুরু পুলিশের

নজরবন্দি ব্যুরো: তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি, সঙ্গে কুরুচিপূর্ণ মন্তব্য–‌সহ চিঠি। এই চিঠি পেয়েছেন বিধাননগর পুর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ৫ নম্বর বরো কমিটির চেয়ারপার্সন অনিতা মণ্ডল। এমনটাই দাবি। অনিতা জানান, সোমবার তাঁর বাড়ির লেটারবক্সে একটি চিঠি পাঠান হয়। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর উদ্দেশে বাজে ভাষা ব্যবহার করা হয়েছে ওই চিঠিতে। চিঠির নিচে একজনের নাম লেখা আছে, সে নিজেকে সিজে ব্লকের বাসিন্দা বলে দাবি করেছে। রয়েছে ৩টি ফোন নম্বর, এর মধ্যে ১টি মোবাইল নম্বর। রাতে এ নিয়ে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন অনিতা মণ্ডল। উল্লেখ–‌করা নাম–‌ঠিকানা ভুয়ো কি না, খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারও দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর দুটি বিকৃত ছবি–‌সহ কুরুচিকর একই ধরনের চিঠি পান। চিঠিতে বিধাননগরের সিজে ব্লকের বাসিন্দা এক ব্যবসায়ীর নাম ও ফোন নম্বর দেওয়া ছিল। ওই ব্যবসায়ী ইতিমধ্যেই বিধাননগর কমিশনারেটকে জানিয়েছেন, চিঠিটি ভুয়ো। তাঁর নাম ব্যবহার করা হয়েছে। এই চিঠি কাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.