অযোধ্যায় জঙ্গি হামলায় ৪ দোষীর যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত।
নজরবন্দি ব্যুরোঃ অযোধ্যায জঙ্গি হামলার ঘটনায় দোষী সাব্যস্ত চার জনেরই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল এলাহাবাদের বিশেষ আদালত। বেকসুর খালাস করা হয়েছে এক জনকে। বিশেষ আদালতের বিচারক দীনেশ চাঁদের এজলাসে আজ মামলার রায়দান হয়, এই চার দোষীর বিরুদ্ধেই জঙ্গিদের অস্ত্র সরবরাহ এবং নাশকতার ষড়যন্ত্রের অভিযোগ ছিল।
ডঃ ইরফান, আশিক ইকবাল, শাকিল আহমেদ, মহম্মদ নাসিম, এবং মহম্মদ আজিজের বিরুদ্ধে মামলা চলছিল। প্রায় ৬৩ জনের বয়ান নেওয়া হয় এই মামলায়।তবে মূল সাক্ষী ছিলেন জঙ্গিদের গাড়ির চালক রেহান আলম আনসারি। ছয় জঙ্গি তাঁকে গাড়ি চালানোর জন্য ভাড়া করেছিল।তবে সে সময় জঙ্গিরা ঠিক কোথায় যাচ্ছে এবং কী কারণে যাচ্ছে সেসম্পর্কে কিছু জানা ছিলনা তাঁর।
ডঃ ইরফান, আশিক ইকবাল, শাকিল আহমেদ, মহম্মদ নাসিম, এবং মহম্মদ আজিজের বিরুদ্ধে মামলা চলছিল। প্রায় ৬৩ জনের বয়ান নেওয়া হয় এই মামলায়।তবে মূল সাক্ষী ছিলেন জঙ্গিদের গাড়ির চালক রেহান আলম আনসারি। ছয় জঙ্গি তাঁকে গাড়ি চালানোর জন্য ভাড়া করেছিল।তবে সে সময় জঙ্গিরা ঠিক কোথায় যাচ্ছে এবং কী কারণে যাচ্ছে সেসম্পর্কে কিছু জানা ছিলনা তাঁর।
কোন মন্তব্য নেই