কাতার বিশ্বকাপে দুর্নীতির ছোঁয়া, গ্রেফতার কিংবদন্তী ফুটবলার তথা প্রাক্তন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি!
নজরবন্দি ব্যুরোঃ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ কাতারকে পাইয়ে দেওয়ার অভিযোগে ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার তথা প্রাক্তন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে গ্রেফতার করা হয়েছে। ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ হতে ফিফাকে প্রচুর টাকা ঘুষ দেয় কাতার। তৎকালীন উয়েফা প্রেসিডেন্ট তথা ফ্রান্সের কিংবদন্তী মিশেল প্লাতিনির পৌরোহিত্যে এই ডিল হয় বলে তদন্তে জানা যায়।
এই ঘটনায় ৬৩ বছরের মিশেল প্লাতিনিকে আট বছরের জন্য ফুটবলের যে কোনও ধরনের কর্মকাণ্ড থেকে ব্যান করে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট। পরে সেই শাস্তি লাঘব হয়ে চার বছরে সীমাবদ্ধ হয়। মঙ্গল বার প্লাতিনিকে ফ্রান্সের জুডিশিয়াল পুলিশের অ্য়ান্টি কোরাপশান দফতরে ডেকে পাঠানো হয়। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টের নির্দেশ সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় ৬৩ বছরের মিশেল প্লাতিনিকে আট বছরের জন্য ফুটবলের যে কোনও ধরনের কর্মকাণ্ড থেকে ব্যান করে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট। পরে সেই শাস্তি লাঘব হয়ে চার বছরে সীমাবদ্ধ হয়। মঙ্গল বার প্লাতিনিকে ফ্রান্সের জুডিশিয়াল পুলিশের অ্য়ান্টি কোরাপশান দফতরে ডেকে পাঠানো হয়। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টের নির্দেশ সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়।
কোন মন্তব্য নেই