Header Ads

সাধারণ মানুষের থেকে টাকা নিয়ে থাকলে ফেরত দিতে হবে: মুখ্যমন্ত্রী

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে এই রাজ্যে ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। আর এর পরে থেকে সংগঠনকে ডেলে সাজাতে উদ্যোগ নিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই দলের বিধায়ক-সাংসদদের বিশেষ বার্তা দিয়েছেন নেত্রী। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে পুরসভার প্রতিনিধি ও পৌরপ্রধানদের সঙ্গে এক বৈঠকে সাজিয়ে দিলেন আগামী দিনের পরিকল্পনা। আর তাতে দলের কাউন্সিলরদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী।
দুর্নীতির দায়ে ধমকালেন কাউন্সিলরদের। নির্দেশ দিলেন, সাধারণ মানুষের থেকে টাকা নিয়ে থাকলে ফেরত দিতে হবে।

আজকের সভাতে তৃণমূল সুপ্রিমো বলেন,"সমব্যথী প্রকল্পে ২০০০ টাকা দেয় কাউন্সিলররা। তার থেকে ২০০ টাকা করে কমিশন নেওয়া হচ্ছে। বাংলার বাড়ি প্রকল্প থেকে ২০ শতাংশ টাকা সরানো হচ্ছে বহু এলাকায়। গরিব মানুষের জন্য এই প্রকল্পগুলো করা হয়েছে।
রাজ্য সরকার দুর্নীতি দমনে নতুন পরিকাঠামো তৈরি করেছে। কেউ টাকা নিয়ে থাকলে ফেরত দিয়ে দিন। নইলে তদন্তের মুখোমুখি হতে হবে।"

বৈঠকে দলীয় কাউন্সিলরদের তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, কাউন্সিলরদের জন্যই আমার এত বদনাম হয়েছে। তাঁর অভিযোগ, কাউন্সিলররা সরকারি জমি পরিবারের নামে করিয়ে নিচ্ছেন। মমতার হুঁশিয়ারি, কেউ যদি চুরি করে দলবদল করে ভাবেন পার পেয়ে যাবেন, তাহলে একটু ভুল ভাবছেন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.