Header Ads

ভাটপাড়ায় দুষ্কৃতিদের গুলিতে আহত শিক্ষকের পাশে 'শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ'।

নজরবন্দি ব্যুরো: গতকাল(বৃহস্পতিবার) ফের উত্তেজনা ছড়ায় ভাটপাড়ায়। এলাকা দখল ঘিরে দুষ্কৃতী তাণ্ডবে নিহত ৩। আহত ৪। চলতে থাকে দফায় দফায় বোমাবাজি সঙ্গে গুলির লড়াই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল, শূন্যে গুলি ছোঁড়ে পুলিশ। নামাতে হয় হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ।

গতকাল স্কুল চলাকালীন ভাটপাড়া বিদ্যাপীঠ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ সাউ গুলিবিদ্ধ হন। ওই বিদ্যালয়ে ৪ জন শিক্ষক ও ৯০ জন ছাত্র। বিদ্যালয়টি হিন্দি মাধ্যম। বর্তমানে অশান্তির কারণে কম ছাত্র স্কুলে আসছিল।
গতকাল বেলা ১২ টার সময় স্কুলের বাইরে গুলি বোমার লড়াই চলছিল। তখন ছাত্র-ছাত্রীরা আতঙ্কিত হয়ে ছুটে যায়, এমতাবস্থায় প্রদীপ-বাবু তাদের সাবধান করতে বাইরে বের হতে দুষ্কৃতিদের ছোড়া গুলি লাগে তার হাতে। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন ওই শিক্ষক। পরে বাড়ির লোক ও সহকর্মীরা ব্যারাকপুরের টেকনো গ্লোবাল হসপিটালে ভর্তি করান ওই শিক্ষককে। আজ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে আক্রান্ত শিক্ষকের সাথে দেখা করতে যান সম্পাদক মইদুল ইসলাম ও সহসভাপতি অনিরুদ্ধ সাহা।
আক্রান্ত শিক্ষককে সবরকমের সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয় ওই সংগঠনের তরফ থেকে।

যদিও আজ ফের পুলিশ-জনতা সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। পুলিশ ও র‍্যাফকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে। জওয়ানদের দিকে লাঠি-রড নিয়ে তেড়ে গেল জনতা। কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। যদিও পরে বারাকপুরের সাংসদ অর্জুন সিং ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংয়ের অনুরোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.