রানিকুঠির জিডি বিড়লা স্কুলের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু।
নজরবন্দি ব্যুরোঃ কলকাতার রানিকুঠির জিডি বিড়লা স্কুলের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু।পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, দুপুর ১.৩৫ নাগাদ বাথরুমে যায় সে। ২.১০ নাগাদ খেয়াল পড়ায় শৌচাগের যান স্কুলের কর্মীরা। দরজা ভিতর থেকে আটকানো থাকায় বাইরের জানলা দিয়ে দেখার চেষ্টা করেন স্কুলের কর্মীরা। দেখা যায় শৌচাগের মধ্যে পড়ে আছে কৃত্তিকা পাল নামে দশম শ্রেণির ঐ ছাত্রী।
হাতের শিরা ছিল কাটা। মুখ ঢাকা ছিল প্লাস্টিকে।তার পরেই ওই ছাত্রীকে যোধপুর পার্কের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তার মৃত্যু হয়েছে বলে জানান। শুক্রবার দুপুরের ওই ঘটনার তদন্তে নেমেছে রিজেন্ট পার্ক থানার পাশাপাশি কলকাতা পুলিশের হোমিসাইড শাখাও। ঘটনার পরেই তার পরিবারকে খবর দেওয়া হয়। যদিও ওই ছাত্রীর বাবা কর্মসূত্রে এখন ভিন্ রাজ্যে রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।
হাতের শিরা ছিল কাটা। মুখ ঢাকা ছিল প্লাস্টিকে।তার পরেই ওই ছাত্রীকে যোধপুর পার্কের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তার মৃত্যু হয়েছে বলে জানান। শুক্রবার দুপুরের ওই ঘটনার তদন্তে নেমেছে রিজেন্ট পার্ক থানার পাশাপাশি কলকাতা পুলিশের হোমিসাইড শাখাও। ঘটনার পরেই তার পরিবারকে খবর দেওয়া হয়। যদিও ওই ছাত্রীর বাবা কর্মসূত্রে এখন ভিন্ রাজ্যে রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

No comments