Header Ads

ফের উত্তপ্ত ভাটপাড়া, পুলিশের উপরে হামলার চেষ্টা


নজরবন্দি ব্যুরো: পুলিশ-জনতা সংঘর্ষে ফের উত্তপ্ত ভাটপাড়া। পুলিশ ও র‍্যাফকে লক্ষ্য করে ইট। জওয়ানদের দিকে লাঠি-রড নিয়ে তেড়ে গেল জনতা। কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ।
কয়েকদিন ধরে উত্তপ্ত ভাটপাড়া-কাঁকিনাড়া।
গতকাল গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান দুজন। ওই দুজনের দেহ নিয়ে শুক্রবার মিছিলের পরিকল্পনা করে বিজেপি। তার আগে এলাকায় ঢোকে বারাকপুর কমিশনারেটের একটি দল। পুলিশ প্রস্তাব দেয়, অশান্তি এড়াতে বিধায়ক ও সাংসদদের ছাড়া মিছিল করা হোক। কারণ তাঁরা থাকলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। এরপরই উত্তেজিত হয়ে পড়ে জনতা।

পুলিশের দিকে তেড়ে যান কমব্যাট ফোর্স ও র‍্যাফের জওয়ানদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে কয়েকজন যুবক। লাঠি-রড নিয়ে হামলা চালাবার চেষ্টা করে তাঁরা। প্রথমে পিছু হটে পুলিশ। জনতার তাড়া খেয়ে পড়ে যান র‍্যাফের কয়েকজন জওয়ান। ইটের ঘায়ে জখম হয়েছেন অনেকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করে পুলিশ।               
ঘটনাস্থলে ছিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। তাঁদের অনুরোধে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। শুরু হয় মৃতদেহ নিয়ে মিছিল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.