Header Ads

অভিভাবক জুতো ছুড়ে মারল শিক্ষককে! শিক্ষকদের কাজ কি জুতো বিলি করা?

নজরবন্দি ব্যুরো: তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে এই রাজ্যে বহুবার আক্রান্ত হয়েছেন শিক্ষকরা। কখনও কলেজ ক্যাম্পাসের মধ্যে অধ্যাপকদের জামা খুলে পেটানো বা জগ ছুঁড়ে মারা। সব ক্ষেত্রে অভিযোগের তির ছিল রাজ্যের শাসক দলের দিকে। আর প্রতিবার অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর ফলে রাজ্যে শিক্ষক নিগ্রহের ঘটনা দিনের পর দিন বেড়ে গিয়েছে।
এবার স্কুলের শিক্ষকদের জুতো ছুঁড়ে মারার ঘটনা ঘটল। অভিযোগের তির এক অভিভাবকের দিকে।

রাজ্য সরকার আগেই ঘোষণা করে স্কুলের পড়ুয়াদের জুতো দেওয়া হবে। আর সেই জুতো বিলি করতে গিয়ে হেনস্থার সম্মুখীন হলেন হুগলীর সিঙ্গুরের পহলামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকরা এসআই অফিসে আগেই জানিয়েছিলেন, যে পদ্ধতিতে পড়ুয়াদের মধ্যে জুতো বিলি করা হচ্ছে এই পদ্ধতি ঠিক নয়। শিক্ষকরা জানিয়েছিলেন, ক্লাস অনুসারে জুতোর মাপ এক হতে পারেনা। এর ফলে অভিভাবক ও স্কুল পড়ুয়াদের মধ্যে অসন্তোষ বাড়তে পারে।
শিক্ষকদের প্রস্তাব ছিল জুতো বিলি করতে হলে প্রতিটা ছাত্রের আলাদা আলাদা ভাবে জুতোর মাপ নেওয়া উচিত। কিন্তু শিক্ষকদের সেই কথায় পাত্তা দেয় নি সরকার। আর তার পরিণামে যা ঘটল তা শিক্ষকদের কাছে চরম অপমান ও লজ্জার।

ওই স্কুলে গতকাল ছিল পড়ুয়াদের মধ্যে জুতো বিলি করার দিন। জুতো বিলি করার সময় এক অভিভাবক অভিযোগ করেন, এই জুতোটা সঠিক মাপের নয়। আর এই নিয়ে শিক্ষকদের উদ্দেশে বিভিন্ন অশ্লীল কথা বলতে থাকেন। শিক্ষকরা অনেক বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও ওই অভিভাবক বুঝতে নারাজ। শেষে ওই অভিভাবক ওই জুতো শিক্ষকদের উদ্দেশে ছুঁড়ে দিয়ে স্কুল থেকে বেরিয়ে যান।

শিক্ষকদের এইভাবে জুতো ছুঁড়ে মারার প্রতিবাদে আজ স্কুলের শিক্ষকরা কালো ব্যাজ পরে কর্ম বিরতি পালন করেন। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয় নি। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.