Header Ads

রাজ্য-রাজনীতিতে নয়া রূপে আবির্ভূত “দিদি জয় শ্রী রাম” টি-শার্ট। বিকোচ্ছে দেদার।

নজরবন্দি ব্যুরোঃ সেই লোকসভা ভোটের প্রচার পর্ব থেকে শুরু হয়েছিল জয় শ্রীরাম-তরজা। লোকসভায় অধিবেশন পর্বেও তা শেষ হয়নি। এখনও যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছু ছাড়ছে না এই জয় শ্রীরাম ভূত। রাজনীতির ময়দান থেকে লোকসভার অন্দরে চলে এসেছে সেই শ্লোগান। আর এই শ্লোগান কে নিয়ে এবার অভিনব ভাবে ব্যবহার করেছেন অনলাইন বিপনি সংস্থা।
 শুধু তারা জয় শ্রী রামের আগে দিদি লিখে দিয়েছেন।আর এই কথা বলাই যায় যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'জয় শ্রীরাম' বলতে এবার এক সুন্দর ব্যবস্থা করে দিয়েছে এক অনলাইন বিপণন সংস্থা। তাদের তৈরি টি-শার্টে লেখা- দিদি জয় শ্রীরাম। রাজ্য-রাজনীতিতে ফের নয়া রূপে আবির্ভূত হয়েছে 'জয় শ্রীরাম' স্লোগান। বাংলায় গেরুয়া শিবিরের উত্থানেই জয় শ্রীরামের প্রচার বৃদ্ধি পেয়েছে।আর তার ফাইদা তুলছে ঐ বিপনি সংস্থা।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.