Header Ads

রাজ্যের মার্কশিটে স্থান পেলনা সংস্কৃত! ইচ্ছাকৃত ভুল? তদন্তের দাবী বিজেপি শিক্ষক সেলের।

নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে সারা রাজ্যে সমস্ত বিদ্যালয়ে সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য যে মার্কশিট পাঠানো হয়েছে তাতে তৃতীয় ভাষা হিসেবে সংস্কৃতর ঘর না থাকার জন্য সারা রাজ্যের শিক্ষা মহলে শোরগোল পড়ে গেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে ভুলটা কি আদৌও অনিচ্ছাকৃত না উদ্দেশ্যপ্রণোদিত?
বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ করা হয়েছে। বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস জানান, "আমাদের রাজ্যে প্রত্যেকটি বিদ্যালয়ে সপ্তম এবং অষ্টম শ্রেণীতে তৃতীয় ভাষা হিসেবে সংস্কৃত পড়ানো হয়। অথচ শিক্ষা দপ্তর থেকে সমস্ত বিদ্যালয়ে যে মার্কশিট পাঠানো হয়েছে তাতে সপ্তম এবং অষ্টম শ্রেণীর মার্কশিটে সংস্কৃতর ঘরই নেই। সংস্কৃত আমাদের প্রাচীন ভাষা। আমাদের দেশের সমস্ত ভাষার উৎপত্তি সংস্কৃত থেকে। বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত সব সংস্কৃত ভাষায় রচিত। সারা পৃথিবীতে সংস্কৃত ভাষাকে নিয়ে গবেষণা চলছে।অথচ আমাদের রাজ্যে সংস্কৃত ভাষাকে অবহেলিত করে রাখা হয়েছে।
মার্কশিটে সংস্কৃত ভাষার উল্লেখ না থাকা আসলে আগামী দিনে সপ্তম এবং অষ্টম শ্রেণীর সিলেবাস থেকে সংস্কৃতকে বাদ দিয়ে দেওয়ার একটি ঘৃণ্য চক্রান্ত নয় তো? মাননীয় শিক্ষা মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা এই ভুল যদি অনিচ্ছাকৃত হয় তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভুল মার্কশিট ছাপানো হল তার দায়ভার কে নেবে? আর যদি ইচ্ছাকৃতভাবে হয়ে থাকে তাহলে কার নির্দেশে এটি করা হলো? দীপল বিশ্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন "অবিলম্বে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে তা না হলে আমরা বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামব।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.