উচ্চ-প্রাথমিকের নিয়োগ কবে? পড়ুন
নজরবন্দি ব্যুরো: রাজ্যে নিয়োগ নিয়ে বহু অনিয়মের অভিযোগ আছে। শুরু হতে চলেছে উচ্চ-প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগের ইন্টার্ভিউ প্রক্রিয়া। এবারের লোকসভা নির্বাচনে হারের মুখ দেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যে ফুটেছে পদ্ম। আর এই পরাজয়ের অন্যতম কারণ হিসাবে উঠে আসে নিয়োগ নিয়ে সরকারের অনীহার প্রসঙ্গ।
আর তাই কমিশনের চেয়ারম্যানকে নিয়োগ নিয়ে দ্রুত পদক্ষেপ নেবার নির্দেশ দেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃনমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এবার শুরু হতে চলেছে স্কুলের উচ্চ-প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগের ইন্টার্ভিউ প্রক্রিয়া।
স্কুল সার্ভিস কমিশন আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে উচ্চ-প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগের ইন্টার্ভিউ প্রক্রিয়া শুরু হবে আগামী ০২.০৭.২০১৯ তারিখ থেকে। চলবে ১৫.০৭.২০১৯ পর্যন্ত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ০২.০৭.২০১৯ থেকে উচ্চ-প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের ইন্টার্ভিউ প্রক্রিয়া শুরু করবে।
ইন্টার্ভিউয়ের জন্য ডাকা প্রার্থীকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট( www.westbengalssc.com)-এ দেওয়া তথ্যের ভিত্তিতে সকল প্রাসঙ্গিক নথিপত্র নিয়ে ইন্টার্ভিউ প্রোগ্রামে উপস্থিত হওয়ার অনুরোধ করা হচ্ছে। ২৮.০৬.২০১৯ তারিখে সন্ধ্যায় কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ইন্টার্ভিউ প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানাবে কমিশন। এক বিশেষ সূত্রের দাবী, পুজোর আগেই উচ্চ-প্রাথমিক স্তরের নিয়োগের কাজ শেষ করতে চায় কমিশন। আর সেই কথা মাথায় রেখে দ্রুত কাজ শেষ করতে চাইছে কমিশনের চেয়ারম্যান।
স্কুল সার্ভিস কমিশন আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে উচ্চ-প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগের ইন্টার্ভিউ প্রক্রিয়া শুরু হবে আগামী ০২.০৭.২০১৯ তারিখ থেকে। চলবে ১৫.০৭.২০১৯ পর্যন্ত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ০২.০৭.২০১৯ থেকে উচ্চ-প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের ইন্টার্ভিউ প্রক্রিয়া শুরু করবে।
Loading...
কোন মন্তব্য নেই