Header Ads

আতঙ্কের নাম শোভন! তৃণমূলের হাতছাড়া হতে পারে ছোট লালবাড়ি। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুরসভা হারানোর আশঙ্কায় দিন গুনছে তৃণমূল! সূত্রের খবর এমনটাই। আর পেছনের কলকাঠি নাকি নাড়ছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়!!
কিন্তু এর পেছনের রহস্য কি? সূত্র জানাচ্ছে মুখ্যমন্ত্রী-র কাটমানি বক্তব্যের জেরে কলকাতা পুরোসভার প্রায় ১৯ জন কাউন্সিলর শোভন চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হয়ে বিহিত চেয়েছেন! তাড়া কাটমানি ইস্যুতে যারপরনাই ক্ষুব্ধ। সকলেই শোভন চট্টোপাধ্যায়ের কাছে প্রতিবাদ জানিয়েছেন এই ইস্যুতে!
সূত্র জানাচ্ছে এই কাউন্সিলরদের মধ্যে অনেকেই বেহালা এবং বেহালা সংলগ্ন এলাকার কাউন্সিলর। এই ১৯ জন কাউন্সিলর যে গোপনে শোভন চট্টপাধ্যায়ের সাথে যোগাযোগ রাখছেন এবং তাকেই নেতা হিসেবে মেনে নিয়েছেন সেই খবর বিলক্ষন আছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাই শোভন কে দলের গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে আনতে নাকি পার্থ চ্যাটার্জী এবং ববি হাকিম কে নির্দেশও দিয়েছেন তিনি।যদিও শোভনের দিক থেকে বার্তা মোটেই শোভন নয়। পার্থ বা ববি কারোর ফোন ধরেন নি তিনি বলে জানাচ্ছে সূত্র!
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার ভিত্তি নড়বড় করছে দেখে ওই ১৯ জন কাউন্সিলর কে ডেকে বৈঠক করেন শুক্রবার। জানা গেছে তাঁদের বিধানসভায় ডেকেছিলেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, কিছুদিন ধরেই তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের গলায় নিজের দলের নেতা নেত্রীদের প্রতি ক্ষুব্ধতার সুর শোনা যাচ্ছিল, তিনি একাধিক বার বলেছেন "যারা বিজেপি তে যেতে চান চলে যান" কিন্তু কলকাতা পুরসভার ভিত নড়বড় করতেই কার্যত আশঙ্কার মেঘ দেখে দলের কাউন্সিলরদের ডেকে মিটিং করলেন নিজেই।
প্রসঙ্গত, শোভনের বিজেপি যোগদান নিয়ে হাওয়ায় খবর ছিল লোকসভা নির্বাচনের আগে কিন্তু সেই আশঙ্কায় জল ঢেলেছেন শোভন নিজেই। যদিও বৈশাখী আর শোভনের সাথে যে বিজেপি উচ্চ নেতৃত্বের যোগাযোগ রয়েছে তা নিজের মুখেই স্বীকার করেছেন মুকুল রায়।  
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.