Header Ads

জুতোর বরাতে দুর্নীতির অভিযোগ শিক্ষকদের!

নজরবন্দি ব্যুরো: জুতোর বরাত দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ আনলেন মুর্শিদাবাদের শিক্ষক নেতা তন্ময় ঘোষ।
তিনি বলেন, অদৃশ্য কারণে বিধি নিয়মের তোয়াক্কা না করে, টেন্ডার না ডেকে নির্দিষ্ট কোম্পানি বা এজেন্সি কে জুতোর বরাত পাইয়ে দেওয়া হচ্ছে। এর ফলে প্রাথমিক বিদ্যালয়ে যে জুতো দেওয়া হচ্ছে তা অতি নিম্নমানের। তন্ময় বাবু আরও বলেন মুখ্যমন্ত্রী বার বার নেতা কর্মী মন্ত্রী দের কাটমানি নেওয়া থেকে বিরত থাকতে বলছেন। কিন্তু তাতেও কমছেনা কাটমানি নেওয়ার বহর। জুতোর বরাতের দুর্নীতির  তদন্তের জন্য তন্ময় বাবু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।
তন্ময় বাবু বলেন মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা না নিলে আমরা জুতোর বরাত কিভাবে দেওয়া হল তা R.T.I করে জানতে চাইব। RTI এ সন্তোষজনক উত্তর না পেলে আমরা উচ্চ আদালতে জনস্বার্থ মামলা করব।

অন্য দিকে প্রথম থেকে চতুর্থ শ্রেণীকে জুতো দেওয়া হচ্ছে কিন্তু যারা ছোটো, প্রাক-প্রাথমিকে পড়ে তাদের জুতো দেওয়া হচ্ছেনা। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছেন মুর্শিদাবাদ জেলার শিক্ষকরা।
ওই শিক্ষক নেতা বলেন, কচি কচি শিশু (প্রাক প্রাথমিক) দের জুতো না দিয়ে সরকার অন্যায় করছে।
মেলা খেলা উৎসব ক্লাব কে দেদার টাকা দেওয়া হচ্ছে অথচ প্রাক প্রাথমিকে শিক্ষার্থীদের জুতো দেওয়ার টাকা নেই - এটা মেনে নেওয়া যায় না.
দ্রুত প্রাক প্রাথমিক শ্রেণীর সকল শিশুকে জুতো দেওয়ার ব্যবস্থা করতে হবে সরকারকে। দাবী জানায় তন্ময় ঘোষ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.