Header Ads

প্রেমিক মুসলমান তাই অত্যাচার করছে বাবা রাকেশ রোশন ও পরিবারের বাকিরা- সুনয়না!

নজরবন্দি ব্যুরোঃ কান পাতলেই দিনকয়েক আগে শোনা গিয়েছিল, বাইপোলার ডিজঅর্ডার রয়েছে হৃতিকের বোন সুনয়নার। শোনা গিয়েছিল মাদকাসক্ত সুনয়না নাকি মানসিক অবসাদে ভুগছেন। সুস্থ হয়ে ওঠার জন্য রিহ্যাবেও যেতে হয়েছে তাঁকে। কিন্তু সেই জল্পনার আঁচে জল ঢেলেছিলেন সুনয়না স্বয়ং। তিনি আসল ঘটনা জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। কি সেই আসল ঘটনা? সুনয়নার দাবী প্রেমিক মুসলমান, তাই অত্যাচার করছে বাবা রাকেশ রোশন ও পরিবারের বাকিরা। তাঁর অভিযোগ, সাংবাদিক রুহেল আমিনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য তাঁকে চড় মারেন রাকেশ। এমনকী রুহেলকে জঙ্গি বলেও অপমান করেন তিনি।
 সুনয়নার আরও অভিযোগ, প্রথমে সাহায্য করবেন বলেও পরে মুখ ফিরিয়ে নিয়েছেন দাদা হৃতিকও। আর এই জন্য নাকি কঙ্গনা রানাউতের বোন রঙ্গোলিকে ফোন করে সাহায্যও চেয়েছেন তিনি। টুইটে বাবা এবং দাদার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। টুইটারে সুনয়না লিখেছেন, “পরিবারের থেকেও আমি আলাদা রয়েছি। কারণ আমি মুসলিম ছেলেকে ভালবেসেছি, তাই বাবা আমাকে চড় মেরেছিল। দাদাও আমার পাশে দাঁড়ায়নি। বাড়ির পরিবেশ দিন দিন আমার জন্য অস্বস্তিকর হয়ে উঠছে। মনে হচ্ছে বেঁচে থেকেই নরকে বাস করছি”।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.