আবার ব্যাট হাতে মাঠে নামবেন যুবরাজ।
নজরবন্দি ব্যুরোঃ ১৯ বছর খেলার পর, চলতি মাসের ১০ জুন ভারতের জার্সিকে বিদায় জানান তিনি। তবে ফের একবার মাঠে ফিরতে চলেছেন যুবরাজ। টি২০-র মঞ্চে।অবসরের পর বিসিসিআইকে অনুরোধ জানিয়েছিলেন যুবরাজ যাতে তিনি বাইরের লিগ গুলিতে খেলতে পারেন।
বোর্ড সেই অনুরোধ মেনে নিয়ে অনুমতি দিয়েছেন তাঁকে। তাই এবার আসন্ন গ্লোবাল টি২০ কানাডা লিগে তাঁকে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। টোরোন্টো ন্যাশনলস দলের মার্কি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। গ্লোবাল টি২০ কানাডা জুলাই ২৫ থেকে অগস্ট ১১ অনুষ্ঠিত হবে ব্রাম্পটনে।
বোর্ড সেই অনুরোধ মেনে নিয়ে অনুমতি দিয়েছেন তাঁকে। তাই এবার আসন্ন গ্লোবাল টি২০ কানাডা লিগে তাঁকে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। টোরোন্টো ন্যাশনলস দলের মার্কি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। গ্লোবাল টি২০ কানাডা জুলাই ২৫ থেকে অগস্ট ১১ অনুষ্ঠিত হবে ব্রাম্পটনে।
No comments