১২ হাজার টাকার বদলে বেতন ৪,৯৩০ টাকা, প্রতিবাদে সরব কম্পিউটার শিক্ষকরা।
নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ ও শিক্ষক দের বেতন বৃদ্ধি নিয়ে বহু অভিযোগ আছে তৃণমূল সরকারের বিরুদ্ধে। বহুবার আন্দোলনে নামতে দেখা-গিয়েছে শিক্ষক কিংবা হবু শিক্ষকদের। আবার সেই আন্দোলনকে ভেস্তে দিতেও প্রশাসনকে কাজে লাগিয়েছে তৃণমূল সরকার। এমনটাই অভিযোগ।
একাধিক বার বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন রাজ্যের আইসিটি প্রজেক্টের অন্তর্গত কয়েক হাজার কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা। রাজ্যে বর্তমানে এরকম প্রায় ৬,৫০০ জন কম্পিউটার শিক্ষক আছেন। এবার রাজ্যের সমস্ত শিক্ষক সমাজকে বছরের পর বছর এই বঞ্চিত কম্পিউটার শিক্ষকদের পাশে দাঁড়ানোর ডাক দিলেন তাঁরা। কেন্দ্রীয় প্রকল্প আইসিটি অনুযায়ী স্কুলে স্কুলে কম্পিউটার শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই অনুযায়ী প্রতিটি স্কুল বছরে কম্পিউটার শিক্ষণের জন্য সাড়ে তিন লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে। এর মধ্যে কম্পিউটার শিক্ষণের পরি-কাঠামো-সহ শিক্ষকদের বেতনও ধরা রয়েছে।
হিসাব অনুসারে, একজন শিক্ষকের ন্যূনতম ১২ হাজার টাকা বেতন পাওয়ার কথা। কিন্তু তাঁরা পান মাসে মাত্র ৪,৯৩০ টাকা।
এবারের নির্বাচনের আগে বেতন বৃদ্ধি সহ আরও কিছু দাবি নিয়েই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন কম্পিউটার শিক্ষকদের সংগঠন 'ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কম্পিউটার টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'। তখন পার্থ-বাবু কথা দিয়েছিলেন, লোকসভা ভোট শেষ হলে তাঁদের পুরো ব্যাপারটা নিয়ে আলোচনায় বসবে রাজ্য সরকার। কোন দুর্নীতি হলে, তার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু লোকসভা ভোট মিটে এক মাস পর হয়ে গেলেও এই নিয়ে কোনও পদক্ষেপ নেননি পার্থ বাবু।
এবারের নির্বাচনের আগে বেতন বৃদ্ধি সহ আরও কিছু দাবি নিয়েই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন কম্পিউটার শিক্ষকদের সংগঠন 'ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কম্পিউটার টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'। তখন পার্থ-বাবু কথা দিয়েছিলেন, লোকসভা ভোট শেষ হলে তাঁদের পুরো ব্যাপারটা নিয়ে আলোচনায় বসবে রাজ্য সরকার। কোন দুর্নীতি হলে, তার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু লোকসভা ভোট মিটে এক মাস পর হয়ে গেলেও এই নিয়ে কোনও পদক্ষেপ নেননি পার্থ বাবু।
No comments