Header Ads

শিবপ্রসাদ-নন্দিতার “গোত্র”-তেনাইজেল।

নজরবন্দি ব্যুরোঃ বছর পাঁচেক আগে টলিউডের পরিচালকদ্বয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের হাত ধরেই সিনেদুনিয়ায় পা রেখেছিলেন নাইজেল । শিল্পী অলকানন্দা রায়ের ছত্রছায়ায় জীবনের মূলস্রোতে ফিরেছিলেন নাইজেল। শিবু-নন্দিতা এই নাইজেলের জীবনকাহিনিকেই তাঁদের “মুক্তধারা” ছবির প্রেক্ষাপট হিসেবে তুলে ধরেছিলেন পরিচালকজুটি।
 আবার তিনি জুটি বাঁধলেন শিবপ্রসাদ-নন্দিতার সঙ্গে। এবারের ছবি “গোত্র” সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। আর সেখানেই রয়েছে অভিনেতা নাইজেল আকারার ছবি। “গোত্র” ছবিতে তাঁর চরিত্রের নাম তারিক আলি। আবার তাঁদের সাথে কাজ করতে পেরে ধন্য অভিনেতা নাইজেল, তিনি বলেন “শিবপ্রসাদ-নন্দিতার ছবিতে কাজ করা তো স্বপ্ন। প্রথমবার ওদের হাত ধরেই বড়পর্দায় এসেছিলাম। তারপর অনেক কাজ করেছি ঠিকই, কিন্তু আবার ওদের সঙ্গে কাজ করতে পারাটা সত্যিই ভাগ্যের”।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.