Header Ads

পশ্চিমবঙ্গের অবস্থা জরুরি অবস্থার থেকেও খারাপ: কৈলাস বিজয়বর্গীয়

নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গের অবস্থা জরুরি অবস্থার থেকেও খারাপ। রাজ্যের মানুষের বাঁচতে গেলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য দরকার। এমনটাই বললেন বিজেপির হেভিওয়েট নেতা কৈলাস বিজয়বর্গীয়।
তিনি আরও বলেন, "বাংলায় অরাজকতা চলছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। ওখানে কেন্দ্রীয় বাহিনী না থাকলে রাজ্যে বিরোধীদের বেঁচে থাকা খুব কষ্টকর।"

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর টুইটার হ্যান্ডেলে জরুরী-কালীন সময়ের একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়োতে তুলে ধরা হয় বিক্ষোভ, মিছিল, পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার, সংবাদমাধ্যমের অধিকার খর্ব-সহ একাধিক ঘটনার চিত্র। প্রধানমন্ত্রী আবার নিজেই সেই সব ছবির ব্যাখ্যা দিয়েছেন।
বলেছেন, জরুরী-কালীন সময়ে নির্মম অত্যাচার চলেছে।

যদিও এর পাল্টা টুইট করে জবাব দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে জানান, গত পাঁচ বছর দেশে 'সুপার ইমার্জেন্সি' চলেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.