Header Ads

লোকসভার নিরিখে পিছিয়ে তৃণমূলের একাধিক মন্ত্রী! দেখে নিন কে কত ভোটে পিছিয়ে

নজরবন্দি ব্যুরো: এই রাজ্যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূলকে ধাক্কা দিয়ে ভাল ফল করেছে বিজেপি। গেরুয়া ঝড়ে উত্তরবঙ্গের সব আসনে পিছিয়ে পড়েছে তৃণমূল। বিজেপির দাপটে দক্ষিণবঙ্গেও বেহাল অবস্থা রাজ্যের শাসক দলের। আর লোকসভা ভোটের এই ধাক্কায় রীতিমতো বেসামাল রাজ্যের একাধিক মন্ত্রী।
লোকসভা ভোটের ফলের বিধানসভাওয়াড়ি দেখলে দেখা যাচ্ছে, রাজ্যের ৪৪ জন মন্ত্রীর মধ্যে ১৮ জন  মন্ত্রী নিজের নিজের বিধানসভায় পিছিয়ে পড়েছেন। তার মধ্যে অনেকেই পিছিয়ে রয়েছেন বড় ব্যবধানে।
যার জেরে রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা রেজাল্টের নিরিখে নিজের বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন ২৬ জন মন্ত্রী।

এই নির্বাচনের ভোটের ফলের নিরিখে রাজ্যে সবচেয়ে খারাপ অবস্থা পর্যটন-মন্ত্রী গৌতম দেবের। এবারের নির্বাচনে নিজের কেন্দ্র ডাবগ্রাম-ফুলবাড়িতে গৌতম দেব পিছিয়ে পড়েছেন ৮৬, ১১৭ ভোটে। এই কেন্দ্রে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়।

পিছিয়ে পড়ার নিরিখে গৌতম দেবের ঠিক পরেই রয়েছেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের আরেক মন্ত্রী অবনীমোহন জোয়ারদার। তিনি কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন ৫৩, ৫৫১ ভোটে। যদিও কৃষ্ণনগর লোকসভা আসনটি এখনও নিজের দখলেই রেখেছে তৃণমূল। ওই কেন্দ্র থেকে জয় পেয়েছেন তৃণমূলের মহুয়া মৈত্র।

পুরুলিয়ার বলরামপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতোও নিজের কেন্দ্রে বড় ব্যবধানে পিছিয়ে আছেন। তিনি এই মুহূর্তে পিছিয়ে ৩৫,৪৬৯ ভোটে। পিছিয়ে রয়েছেন চাকদার বিধায়ক তথা মন্ত্রী রত্না ঘোষও। তিনি পিছিয়ে প্রায় ২৯,৯৮৭ ভোটে। তার ঠিক পরে নাম রয়েছেন দক্ষিণ দিনাজপুরের তপনের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী বাচ্চু হাঁসদা। তিনি পিছিয়ে আছেন ২৩,২৫৪ ভোটে। উল্লেখযোগ্য ভাবে পিছিয়ে আছেন রাজ্যের শ্রম-মন্ত্রী পূর্ণেন্দু বসু। এই কেন্দ্রে পূর্ণেন্দু বসু পিছিয়ে রয়েছেন মাত্র ৭৪৩ ভোটে।
কলকাতার মন্ত্রীদের মধ্যে পিছিয়ে রয়েছেন প্রাক্তন মেয়র শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি পিছিয়ে আছেন প্রায় ৫,৪২১ ভোটে। শশী পাঁজা পিছিয়ে আছেন ২,১৭০।

পিছিয়ে পড়া মোট ১৮ জন মন্ত্রীর মধ্যে ১২ জনই পিছিয়ে রয়েছেন ১০ হাজারের বেশি ভোটে।
তার মধ্যে যেমন রয়েছেন হাবড়ার বিধায়ক তথা খাদ্য-মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (১৯,৪৫২ ভোটে পিছিয়ে), তেমনই রয়েছেন বিধাননগরের বিধায়ক তথা দমকল-মন্ত্রী সুজিত বসু (১৮,৯১৬ ভোটে পিছিয়ে)। আসানসোল উত্তরের বিধায়ক তথা আইনমন্ত্রী মলয় ঘটক (২০,৩১৪ ভোটে পিছিয়ে)। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (১৮,৫২৫ ভোটে পিছিয়ে) সহ আরও বেশ কয়েকজন মন্ত্রী পিছিয়ে রয়েছেন নিজের বিধানসভায়।

নির্বাচনে এই ধাক্কা খাবার পরে সংগঠনের কিছু পরিবর্তন করেছেন তৃণমূল নেত্রী। নেতাদের এখন থেকে জনসংযোগ বাড়াতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।




No comments

Theme images by lishenjun. Powered by Blogger.