Header Ads

পোস্টাল ব্যালটে পরাজয়, প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে মহাসচিব!

নজরবন্দি ব্যুরো: নির্বাচনে বড় রকমের ধাক্কা খেয়ে বেশ চাপে তৃণমূল। এবার হারের কারণ খুঁজতে তৃণমূল ভবনে দলের প্রাথমিক শিক্ষা সংগঠনের নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক সারলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, এই বিশেষ বৈঠকে মহার্ঘ ভাতা ও ষষ্ঠ বেতন কমিশন সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ-বৃদ্ধি এবং মহার্ঘ ভাতা বকেয়া থাকার কারণে পোস্টাল ব্যালটে হার হয়েছে তৃণমূলের।
এমনটাই অনুমান ওই সংগঠনের নেতাদের। সরকারি কর্মচারীদের একটা বড় অংশ হল স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী। শিক্ষক ও শিক্ষা-কর্মীদের ভোট পোস্টাল ব্যালটে প্রভাব ফেলেছে- এটা বুঝতে পেরেই গতকাল দলের প্রাথমিক শিক্ষা সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকে বসেন পার্থ বাবু। দীর্ঘ সময়ের এই বৈঠকে মহার্ঘ ভাতা ও ষষ্ঠ বেতন কমিশন নিয়েই আলোচনা হয়। পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন করে তুলতে শিক্ষক সংগঠনের নেতাদের কাছে আবেদন জানান তৃণমূলের মহসিচব। সূত্রের খবর, শুধুমাত্র প্রাথমিক শিক্ষক সংগঠনই নয়, উচ্চ-প্রাথমিক, মাধ্যমিক সহ বিভিন্ন স্তরের শিক্ষক সংগঠনের সঙ্গে ধাপে ধাপে বৈঠক করবেন বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.