Header Ads

মুখ্যমন্ত্রীর সুচিকিৎসার প্রয়োজন আছে: অর্জুন সিং

নজরবন্দি ব্যুরো: বলতে বাধ্য হচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনি কি এই দেশের রাজা নাকি যে ওনার সামনে কেউ 'জয় শ্রী রাম' ধ্বনি দিতে পারবে না।
আবার জয় শ্রী রাম ধ্বনি দিলে উনি গাড়ি থেকে নেমে পুলিশকে নির্দেশ দিচ্ছেন গ্রেফতার করার। এই ভাবে তৃণমূল নেত্রীকে আক্রমণ করলেন বারাকপুরের দাপুটে বিজেপি সাংসদ অর্জুন সিং।

এর পরে তিনি আরও বলেন, জয় শ্রী রাম কথার মধ্যে কোনও অশ্লীলতা নেই। যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন তারা জয় শ্রী রাম কথা বলে থাকেন। তেমনিভাবে মুসলিম সম্প্রদায় আবার আল্লাহর নাম করেন। সারা দেশে এই রীতি চলে আসছে বছরের পর বছর ধরে।
আমাদের বাংলা এর থেকে আলাদা কিছু নয়। এবার নবান্নে ১০ লক্ষ জয় শ্রী রাম লেখা কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বার্তা জানান হবে বলে ঠিক করা হয়েছে।
এর পরে এই বিজেপি নেতা দাবি করেন, "আজকে উনি গ্রেফতারের কথা বলছেন। কালকে বলবেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে, বাংলাদেশের মধ্যে। এরকম মুখ্যমন্ত্রীর মানসিক অবস্থা ঠিক নেই। ওনার সুচিকিৎসার প্রয়োজন আছে।"  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.