Header Ads

বেসরকারি স্কুলের লাগামহীন ফি নিয়ন্ত্রণের আইনি খসড়া পৌঁছল মুখ্যমন্ত্রীর দফতরে!

নজরবন্দি ব্যুরো: আগে থেকে আইনি খসড়া তৈরি ছিল। এবার সেই খসড়ার বাস্তবায়নে উদ্যোগী রাজ্য সরকার। বেসরকারি স্কুলে অহরহ ফি বৃদ্ধির চাপে অভিভাবকদের ওষ্ঠাগত প্রাণ। এবার এই অতিরিক্ত ফি নিয়ন্ত্রণে আনতেই মরিয়া রাজ্য প্রশাসন।
ওই খসড়ায় বলা হয়েছে, বছরে ৫ শতাংশের বেশি ফি বৃদ্ধি করতে পারবে না কোনও প্রাইভেট স্কুল।
এর পাশাপাশি পরিষেবা দেওয়ার নিরিখে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হবে সমস্ত বেসরকারি স্কুলগুলিকে। খতিয়ে দেখা হবে ফি অনুযায়ী তাঁরা পরিষেবা কেমন দিচ্ছে। এরপর কোন কোন খাতে তাঁরা ফি নিচ্ছেন তাও খতিয়ে দেখা হবে। শুধু তাই নয় এরপর থেকে আলাদা আলাদা খাত দেখিয়ে কোনও রকম ফি নিতে পারবেন না স্কুল কর্তৃপক্ষ।
একটাই খাত দেখিয়ে ফি নেওয়া যাবে অভিভাবকদের কাছ থেকে। এছাড়াও তৈরি হবে একটি কমিটি। যেখানে সমস্ত ফি সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন অভিভাবকরা।
এই রকম এক আইনি খসড়া পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রীর দফতরে। এখন মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে। যত শীঘ্রই সম্ভব তা বাস্তবায়িত করার কথা ভাবছেন রাজ্য সরকার। এই আইন বাস্তবায়িত হলে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন অভিভাবকরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.