Header Ads

সারাদা কাণ্ডে সুদীপ্ত -দেবযানীকে আবার জেলে গিয়ে জেরা করবে সিবিআই।

নজরবন্দি ব্যুরোঃ সারাদা কাণ্ডে সম্প্রতি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করে বেশ কিছু নতুন তথ্য হাতে পেয়েছে সিবিআই। তা খতিয়ে দেখতে এ বার সারদা কর্তা সুদীপ্ত সেন এবং তাঁর এক সময়ের সহযোগী দেবযানী মুখোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা করতে চান তাঁরা। এই মুহূর্তে সুদীপ্ত এবং দেবযানী, দু'জনেই জেল হেফাজতে রয়েছেন। তাঁদের জেরা করতে চেয়ে ইতিমধ্যেই বারাসতে বিধায়ক এবং সাংসদদের জন্য গঠিত বিশেষ আদালতে আবেদন করেছে সিবিআই। সেই আবেদন মঞ্জুরও করেছে আদালত। তবে জেলে গিয়ে কোন দিন তাঁদের জেরা করা যাবে, আগামী ১ জুলাই তার শুনানি হবে।
প্রায় ছ'বছর অতিক্রম হয়ে গেলেও সারদার লাল ডায়েরি, পেনড্রাইভ-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখনও সিবিআইয়ের হাতে আসেনি। তার ফলে তদন্ত প্রক্রিয়া অনেকটাই থমকে গিয়েছে। কিন্তু সম্প্রতি বিধাননগরের তত্কালীন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ-সহ সেই সময় সারদা তদন্তের দায়িত্বে থাকা বেশ কয়েক জনকে জেরা করে আট ট্রাঙ্ক ভর্তি নথি হাতে পেয়েছেন গোয়েন্দারা। সেগুলি খতিয়ে দেখে প্রায় চার ঘণ্টা ধরে জেরা করা হয় রাজীব কুমারকে। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এবার সুদীপ্ত-দেবযানীকে জেরা করবে সিবিআই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.