ঋণের দায়ে জর্জরিত বরিস বেকার! নিলামে উঠছে তাঁর জীবনের অমূল্য ট্রফি, মেডেল, স্মারক।
নজরবন্দি ব্যুরোঃ ঋণের দায়ে জর্জরিত বরিস বেকার। ২০১৭ তাঁকে দেউলিয়া ঘোষণা করেছিল ব্যাঙ্ক। ঋণের বোঝা মেটাতে শেষমেষ ট্রফি ও ব্যক্তিগত স্মারক নিলামে তুললেন ৫১ বছরের প্রাক্তন কিংবদন্তি টেনিস তারকা। ঋণ মেটাতে সারা জীবনের অমূল্য সঞ্চয় ট্রফি, মেডেল, স্মারক নিলামে তুলতে হচ্ছে। আজ থেকে শুরু হল নিলাম। জানা গিয়েছে, বিভিন্ন পুরস্কার ছাড়াও ঘড়ি, ছবি, টুপি নিলামে বিক্র করা হবে আগামী ১১ জুলাই পর্যন্ত।
এর মধ্যে উইম্বলডন জয়ের একটি স্মারকও রয়েছে। প্রসঙ্গত, ৫১ বছরের এই টেনিস তারকাকেই ২০১৭ সালে ব্যাংকের পাওনা মেটাতে ব্যর্থ হওয়ায় লন্ডনের একটি আদালত দেউলিয়া ঘোষণা করে। সেই সময়ে বরিসের আইনজীবী দেউলিয়া ঘোষণার আগে সময় চেয়েছিলেন আদালতের কাছে। কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করেছিল।
এর মধ্যে উইম্বলডন জয়ের একটি স্মারকও রয়েছে। প্রসঙ্গত, ৫১ বছরের এই টেনিস তারকাকেই ২০১৭ সালে ব্যাংকের পাওনা মেটাতে ব্যর্থ হওয়ায় লন্ডনের একটি আদালত দেউলিয়া ঘোষণা করে। সেই সময়ে বরিসের আইনজীবী দেউলিয়া ঘোষণার আগে সময় চেয়েছিলেন আদালতের কাছে। কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করেছিল।

No comments