পাকিস্তানের সরকারি হাসপাতালে বিস্ফোরণ, আহত জঙ্গি নেতা মাসুদ আজহার?
নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীরের পুলওয়ামায় নৃশংস হামলা চালিয়ে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ হত্যা করে ভারতীয় সেনার ৪৩ জন জওয়ানকে। যার মূল চক্রী মাসুদ আজাহার।আর এই জঙ্গিনেতাই পাকিস্তানের এক হাসপাতালে বিস্ফোরণে আহত হয়েছে বলে খবর উঠে আসছে সোশ্যাল মিডিয়া জুড়ে।যদিও পুলওয়ামাকাণ্ডের মূলচক্রীকে আদৌ আহত হয়েছে কি না, তা নিয়ে পাকিস্তানি প্রশাসনের তরফে কোনও কথা জানানো হয়নি। পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় এই বিস্ফোরণের পরেই দাবানলের মতো জৈশ জঙ্গি নেতা মাসুদ আজহারের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়েছে।
অনেকেই টুইটারে লিখেছেন মাসুদ সহ আহতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেনা হাসপাতালে এই বিস্ফোরণের কারন যদিও এখনও জানা যায়নি। কোনও জঙ্গি সংগঠনও বিস্ফোরণের দায় স্বীকার করেনি।ঘটনাটির কথা সংবাদমাধ্যমকে জানাতে চাইছে না পাকিস্তান সরকার। খবরটি দেখানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ, ওই হাসপাতালে কিডনি অসুখের জন্য দীর্ঘদিন ধরে ভরতি রয়েছে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার। বিস্ফোরণের ফলে আরও ন'জনের সঙ্গে সেও গুরুতর জখম হয়েছে বলেও জানা গিয়েছে।
অনেকেই টুইটারে লিখেছেন মাসুদ সহ আহতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেনা হাসপাতালে এই বিস্ফোরণের কারন যদিও এখনও জানা যায়নি। কোনও জঙ্গি সংগঠনও বিস্ফোরণের দায় স্বীকার করেনি।ঘটনাটির কথা সংবাদমাধ্যমকে জানাতে চাইছে না পাকিস্তান সরকার। খবরটি দেখানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ, ওই হাসপাতালে কিডনি অসুখের জন্য দীর্ঘদিন ধরে ভরতি রয়েছে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার। বিস্ফোরণের ফলে আরও ন'জনের সঙ্গে সেও গুরুতর জখম হয়েছে বলেও জানা গিয়েছে।

No comments