Header Ads

হাই তোলা নিয়ে পাকিস্তান অধিনায়কের বিরুদ্ধে মামলা!

নজরবন্দি ব্যুরোঃ ভারতের সঙ্গে ম্যাচে কিপিং করারা সময় পাকিস্তানের অধিনায়ক কে হাই তুলতে দেখা গিয়েছিল। এই ঘটনা নিয়ে জেরবার সরফরাজ। পাকিস্তান সমরথকদের কোপের মুখে পরতে সময় লাগেনি। এই ঘটনা নিয়ে বিজ্ঞাপনও তৈরি হয়েছে। আর এবার সরফরাজ আহমেদকে গ্রেপ্তারের দাবি জানিয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা ঠুকেছেন এক পাকিস্তানি আইনজীবী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাংবাদিক সাজ সাদিক জানান পাঞ্জাব প্রদেশের একটি আদালতে মামলাটি করা হয়েছে, তাতে অনুরোধ করা হয়েছে দেশে ঢোকার সাথে সাথে যেন তাকে আটক করা হয়।
 এই হাই তোলার ঘটনায় দিন কয়েক আগে বলেন “কিছু মানুষ টেলিভিশনের সামনে বসে নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করেছেন। আর ম্যাচে হাই তোলা একটি সাধারণ জিনিস, এটি করে আমি কোন পাপ করিনি। আমার হাই তোলাকে কেন্দ্র করে কিছু মানুষ যদি টাকা-পয়সা উপার্জন করে, তবে করুক, এটি খারাপ কিছু নয়”। তিনি দেশে ফিরলে কি হবে তা সময় বলবে, কিন্তু এই ঘটনা যে আরও কিছু দিন সরফরাজের গলার কাঁটা হয়ে থাকবে তা বলা যায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.